একজন ব্যবসায়ী ১৩,৭৭০ টাকায় একটি চেয়ার বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ৩৫% লাভ হয়। সে যদি চেয়ারটি ৪৫% লাভে বিক্রয় করতাে তাহলে তার লাভ কত টাকা হতাে?
A
১০,২০০ টাকা
B
১৪,৭৯০ টাকা
C
৪,৫৯০ টাকা
D
৪,৫৯০ টাকা
উত্তরের বিবরণ
৩৫% লাভে,
বিক্রয়মূল্য ১৩৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
'' ১ '' '' '' ১০০/ ১৩৫
'' ১৩৭৭০ '' '' '' (১০০ × ১৩৭৭০)/ ১৩৫
= ১০২০০ টাকা
লাভ হতো = ১০২০০ টাকার ৪৫%
= (১০২০০× ৪৫)/১০০
= ৪৫৯০ টাকা
0
Updated: 11 hours ago
ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৫ঃ৬, এতে শককরা লাভ হয় কত?
Created: 2 weeks ago
A
১৫%
B
২০%
C
২৫%
D
৩০%
0
Updated: 2 weeks ago
একটি চেয়ার ৯৫০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত?
Created: 1 month ago
A
৮০০ টাকা
B
৬৫০ টাকা
C
১০০০ টাকা
D
১২০০ টাকা
প্রশ্ন: একটি চেয়ার ৯৫০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত?
সমাধান:
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা
= ৯৫ টাকা
এখন,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৯৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৫০)/৯৫ টাকা
= ১০০০ টাকা
∴ চেয়ারটির ক্রয়মূল্য = ১০০০ টাকা।
0
Updated: 1 month ago
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
Created: 1 month ago
A
৯৫ টাকা
B
৯৯ টাকা
C
১০২ টাকা
D
১০৫ টাকা
প্রশ্ন: একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
সমাধান:
১৫% কমিশনে,
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা
= ১০২০০/১০০ টাকা
= ১০২ টাকা
∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা।
0
Updated: 1 month ago