নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম?
A
নীহারিকা দেবী
B
শ্রীমতী মধ্যমা
C
অনিলা দেবী
D
সুমিত্রা দেবী
উত্তরের বিবরণ
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম= শ্রীমতী মধ্যমা।
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
- রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন।
- এগুলো হলো:
- ভানুসিংহ ঠাকুর;
- অকপটচন্দ্র ভাস্কর;
- আন্নাকালী পাকড়াশী;
- দিকশূন্য ভট্টাচার্য;
- নবীনকিশোর শর্মণ;
- ষষ্ঠীচরণ দেবশর্মা;
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ;
- শ্রীমতী কনিষ্ঠা;
- শ্রীমতী মধ্যমা;
অন্যদিকে,
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম 'অনিলা দেবী'।
- 'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম- 'নীহারিকা দেবী'।
- মহাশ্বেতা দেবীর ছদ্মনাম- সুমিত্রা দেবী।

0
Updated: 2 months ago
“দিগ্দর্শন” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
ভবানীচরণ ব্যানার্জি
C
জেমস অগাস্টাস হিকি
D
জেমস সিল্ক বাকিংহাম
দিগ্দর্শন
-
বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা
-
প্রকাশক: শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন
-
সম্পাদক: জন ক্লার্ক মার্শম্যান (বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র)
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল
-
নামপত্রে উল্লেখ: “যুবলোকের কারণে সংগৃহীত নানা উপদেশ”
-
ধরণ: মাসিক পত্রিকা

0
Updated: 2 months ago
চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন -
Created: 1 month ago
A
লুইপা
B
ভুসুকুপা
C
সরহপাভাদেপা
D
ভাদেপা
ভুসুকুপা চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থানের অধিকারী ছিলেন। তাঁর রচিত ৮টি পদ চর্যাপদ গ্রন্থে সংরক্ষিত আছে। নানা কিংবদন্তি অনুসারে, ভুসুকুপা নামটি ছন্দের নাম হিসেবে ধরা হয়। তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, শান্তিদেব বা ভুসুকুপা ৭ শতকের দ্বিতীয়ার্ধে জীবনযাপন করতেন। তাঁর জীবৎকাল সর্বশেষ পর্যন্ত ৮০০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ধর্মপালের রাজত্বকাল (৭৭০-৮০৬ সাল)েও সক্রিয় ছিলেন।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম কত সালে 'একুশে পদক' লাভ করেন?
Created: 3 weeks ago
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৬ সালে
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিপ্লবী চেতনা ও মানবিক মূল্যবোধের প্রতীক। তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো:
-
তিনি মোট ১৩ বার ঢাকায় আসেন।
-
প্রথমবার ঢাকায় আসেন ১৯২৬ সালে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ বার উপস্থিত হন।
-
দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭২ সালের ২৪ মে কবি এবং তার পরিবারকে ভারত থেকে ঢাকায় আনা হয়।
-
১৯৭৪ সালের ৯ মে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে ‘ডি. লিট’ উপাধি প্রদান করে।
-
১৯৭৬ সালের জানুয়ারি মাসে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়, এবং ফেব্রুয়ারি মাসে তিনি একুশে পদক লাভ করেন।
-
তিনি ১৯৭৬ সালের ২৯ আগস্ট (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
-
কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে।
উৎস:

0
Updated: 3 weeks ago