চর্যাপদ কোথায় থেকে প্রকাশিত হয়?
A
সংস্কৃত বিশ্ববিদ্যালয়
B
শ্রীরামপুর মিশন
C
বঙ্গীয় সাহিত্য পরিষদ
D
বাংলা একডেমি
উত্তরের বিবরণ
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।
- চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।

0
Updated: 2 months ago
বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প কোনটি?
Created: 3 weeks ago
A
দেনাপাওনা
B
ভিখারিণী
C
সমাপ্তি
D
শাস্তি
বাংলা সাহিত্যে ছোটগল্প রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। তাঁকে বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক বলা হয়। তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্প ছিল ‘ভিখারিণী’, যা একই সঙ্গে বাংলা সাহিত্যেরও প্রথম ছোটগল্প। তবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প হিসেবে ধরা হয় ‘দেনাপাওনা’-কে।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন সাহিত্যিক ও সংস্কৃতিসাধক।
-
তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্মগ্রহণ করেন ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি ছিলেন এশিয়ার প্রথম ব্যক্তি যিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) কলকাতার জোড়াসাঁকোতে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।
উৎস:

0
Updated: 3 weeks ago
”মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ তূর্য।” এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
Created: 3 weeks ago
A
বিদ্রোহী
B
প্রলয়োল্লাস
C
কাণ্ডারী হুশিয়ার
D
মানুষ
• ”মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ তূর্য।”
• উক্ত চরণটি বিদ্রোহী কবিতার অন্তর্গত।
- ১৯২২ সালে সাপ্তাহিক বিজলি পত্রিকা প্রকাশ।
- বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত।
• অগ্নিবীণা:
- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ।
- ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (সেপ্টেম্বর, ১৯২২ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়।
- প্রথম কবিতা: প্রলয়োল্লাস
- মোট বারোটি কবিতা আছে।
- উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
কবিতার তালিকা:
- প্রলয়োল্লাস
- বিদ্রোহী
- রক্তাম্বর-ধারিণী মা
- আগমণী
- ধূমকেতু
- কামাল পাশা
- আনোয়ার
- রণভেরী
- শাত-ইল-আরব
- খেয়াপারের তরণী
- কোরবানী
- মহররম
উৎস:

0
Updated: 3 weeks ago
'চতুরঙ্গ' গ্রন্থটি কার রচিত?
Created: 3 weeks ago
A
নাটক
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
ভ্রমণকাহিনী
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চতুরঙ্গ’ একটি বিখ্যাত উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯১৬ সালে। এই উপন্যাসের নামকরণ করা হয়েছে সংস্কৃত শব্দ ‘চতুরঙ্গ’ থেকে, যার অর্থ ‘চারটি অংশ’ বা ‘চতুর্ভুজ’, কারণ উপন্যাসে চারটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ের নামকরণ করা হয়েছে প্রধান চরিত্রদের নামে। উপন্যাসের মূল চরিত্রগুলো হলো শচীশ, দামিনী এবং শ্রীবিলাস।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
বউ ঠাকুরানীর হাট
-
দুই বোন
-
মালঞ্চ
-
চতুরঙ্গ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
উৎস:

0
Updated: 3 weeks ago