”দোলনা” শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
A
√দুল্ + অন
B
√দুল্ + অনা
C
√দল্ + ওনা
D
√দুল্ + আন
উত্তরের বিবরণ
• ”অনা”- কৃৎ প্রত্যয় যোগে বাংলা শব্দ গঠন:
- √দুল্ + অনা= দুলনা> দোলনা।
- √খেল্ + অনা =খেলনা।
উল্লেখ্য,
- ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
যেমন-
- চল্ (ক্রিয়া প্রকৃতি)+ অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
- চল (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

0
Updated: 2 months ago
কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
Created: 4 months ago
A
ঠগী
B
পানাস
C
পাঠক
D
সেলামী
বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ অনুসারে,
• √পাঠ্ + অক = পাঠক, পাঠ ধাতুর সাথে 'অক' কৃৎ প্রত্যয় যুক্ত হয়েছে।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• পাঠক (বিশেষ্য)
- এটি সংস্কৃত শব্দ,
- পাঠক শব্দের যথার্থ প্রকৃতি-প্রত্যয় = √পাঠি+অক;
অর্থ: পাঠকারী, ছাত্র, কথক, শিক্ষক।
সুতরাং অপশন অনুসারে, সঠিক উত্তর অপশন ‘খ’।

0
Updated: 4 months ago
নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
Created: 1 month ago
A
সভাসদ
B
শুভেচ্ছা
C
ফলবান
D
তন্বী
‘শুভেচ্ছা’ শব্দটি প্রত্যয়যোগে গঠিত নয়। এটি সন্ধি সাধিত শব্দ।
-
সন্ধি নিয়ম অনুসারে, ‘অ’ বা ‘আ’-কারের পরে ‘ই’ বা ‘ঈ’-কার এলে, উভয় মিলিত হয়ে ‘এ’-কার তৈরি করে।
উদাহরণ:-
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
-
অন্যদিকে:
-
তন্বী (তনু + ঈ) — এটি প্রত্যয় ও সন্ধি উভয় সাধিত শব্দ।
-
সভাসদ (সভা + সদ), ফলবান (ফল + বান) — এগুলো শুধুমাত্র প্রত্যয়যোগে গঠিত শব্দ।
সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর: ‘শুভেচ্ছা’
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
নিচের কোনটি ‘সৃষ্টি’- এর প্রকৃতি ও প্রত্যয়?
Created: 1 month ago
A
সৃষ্ + টি
B
সৃশ্ + তি
C
সৃজ্ + তি
D
স্রী + ষ্টি
বিশেষ্য ও বিশেষণ গঠনে "তি" প্রত্যয় হয়। যেমন - √ঘাট্ + তি = ঘাটতি, বাড়্ + তি = বাড়তি, কাট্ + তি = কাটতি, উঠ্ + তি = উঠতি।

0
Updated: 1 month ago