কোনটি শুদ্ধ বাক্য?
A
আমার কথাই প্রামান্য হলো
B
আমার কথাই প্রমানীত হলো
C
আমার কথাই প্রমান হলো
D
আমার কথাই প্রমাণিত হলো
উত্তরের বিবরণ
‘প্রমাণিত’ শব্দটি হলো শুদ্ধ রূপ, যার অর্থ কিছু সত্য বলে প্রমাণ পাওয়া বা স্থির হওয়া। বাক্যটি ব্যাকরণগতভাবে ও অর্থগতভাবে সঠিক। অন্য বিকল্পগুলোর শব্দগুলোতে বানানভুল বা বিকৃত রূপ ব্যবহৃত হয়েছে।
প্রামান্য শব্দটি ভুল, সঠিক হবে প্রামাণ্য, যা ‘বিশ্বাসযোগ্য’ অর্থে ব্যবহৃত হয়।
প্রমানীত বানানে অতিরিক্ত ‘ী’ বসানো ভুল, সঠিক রূপে শুধু ‘ি’ থাকবে।
প্রমান শব্দে ‘া’ ব্যবহৃত হওয়ায় এটি বিকৃত রূপ, সঠিক বানান প্রমাণ।
তাই “আমার কথাই প্রমাণিত হলো” বাক্যটি ব্যাকরণ, অর্থ ও বানানের দিক থেকে একমাত্র শুদ্ধ।
0
Updated: 15 hours ago
শুদ্ধ বাক্য কোনটি?
Created: 1 month ago
A
শুধুমাত্র সেই পারবে এ কাজটি করতে।
B
অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
C
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।
D
দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ বাক্য- পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।
অশুদ্ধ বাক্যগুলোর সুদ্ধরূপ হলো-
• অশুদ্ধ : শুধুমাত্র সেই পারবে এ কাজটি করতে।
• শুদ্ধ: শুধু সেই পারবে এ কাজটি করতে।
• অশুদ্ধ: অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
• শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।
• অশুদ্ধ: দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ: দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 months ago
A
তার বৈমাত্রেয় সহাদর অসুস্থ
B
চোৱ টি সব মালসুদ্ধ ধরা পড়েছে
C
সমুদয় পক্ষীই নীড় বাঁধে
D
দশচক্রে ঈশ্বর ভূত
এখানে সঠিক বাক্যটি হল সমুদয় পক্ষীই নীড় বাঁধে
0
Updated: 2 months ago
নিচের কোন বাক্যটি সঠিক?
Created: 1 month ago
A
সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।
B
তাহারা সাংঘাতি আনন্দ হইল।
C
চোরটি বমাল ধরা পড়েছে।
D
তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন।
শুদ্ধ ও অশুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।
শুদ্ধ: সমুদয় পক্ষীই নীড় বাঁধে। -
অশুদ্ধ: তাহারা সাংঘাতি আনন্দ হইল।
শুদ্ধ: তাহারা অপরিসীম আনন্দ হইল। -
অশুদ্ধ: তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন।
শুদ্ধ: তিনি মোকদ্দমায় সাক্ষ্য দিবেন। -
অশুদ্ধ: চোরটি বমাল ধরা পড়েছে।
শুদ্ধ: চোরটি বমাল ধরা পড়েছে। (এখানে বাক্যটি মূলত শুদ্ধ, তবে প্রয়োজনে ভাষার শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণ অনুযায়ী সামান্য সংশোধন করা যেতে পারে) -
শুদ্ধ বাক্যগুলোতে উপযুক্ত পদচয়, যথাযথ ক্রিয়ার ব্যবহার ও অর্থের স্পষ্টতা বজায় রাখা হয়েছে।
0
Updated: 1 month ago