বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
A
৯ : ৫
B
১১ : ৭
C
১০ : ৬
D
৮ : ৬
উত্তরের বিবরণ
• পতাকা বিধি (১৯৭২) অনুসারে,
- জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
অর্থাৎ,
— পতাকার দৈর্ঘ্য, প্রস্থের অনুপাত = ১০ : ৬ = ৫ : ৩।
— পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের মাঝের অনুপাত = ১০ : ৬ : ২ = ৫ : ৩ : ১।
• জাতীয় পতাকা:
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- মানচিত্র খচিত পতাকার নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
- ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
উৎস: বাংলাপিডিয়া, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।

0
Updated: 4 months ago
জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?
Created: 4 months ago
A
২৬ মার্চ
B
২৫ মার্চ
C
৭ মার্চ
D
২ মার্চ
২মার্চ, ১৯৭১ সালে তৎকালীন ঢাকসুর ভিপি আ. স. ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় ছাত্র জনতার সমাবেশে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। গৃহীত হয় ৬ মার্চ, ১৯৭১। সংবিধানের ৪ নং অনুচ্ছেদে জাতীয় পতাকার কথা বলা হয়েছে। ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
মানচিত্র খচিত পতাকার নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০) । জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)। উল্লেখ্য বাংলাদেশের জাতীয় পতাকার সাথে জাপানের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে।

0
Updated: 4 months ago
জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়?
Created: 3 weeks ago
A
শহীদ মিনার
B
ঢাকা বিশ্ববিদ্যালয়
C
সোহরাওয়ার্দী উদ্যান
D
রমনা পার্ক
জাতীয় পতাকা ও প্রথম উত্তোলন
• জাতীয় পতাকা প্রথম উত্তোলন:
-
১৯৭১ সালের ২ মার্চ, ছাত্র সংগঠনগুলো মিলিত হয়ে ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করে।
-
একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় ছাত্রসভায় ডাকসু ভিপি আ.স.ম. আবদুর রব প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
-
এই স্মরণীয় ঘটনাকে উৎসর্গ করে ২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে পালন করা হয়।
• জাতীয় পতাকার বর্ণনা ও নিয়ম:
-
বাংলাদেশের জাতীয় পতাকা অন্যান্য দেশের মতো কিছু অনুমোদিত আকৃতি, গঠন, রং ও উত্তোলনের নিয়মকানুন অনুসরণ করে।
-
পতাকা বিধি (১৯৭২) অনুযায়ী:
-
পতাকার রং হবে গাঢ় সবুজ, আয়তনের অনুপাত ১০:৬।
-
সবুজ অংশের মাঝখানে থাকবে একটি লাল বৃত্ত।
-
লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের ১/৫ অংশ।
-
বৃত্তের কেন্দ্রবিন্দু হবে পতাকার দৈর্ঘ্যের ৯/২০ অংশ থেকে টানা লম্বের এবং প্রস্থের মাঝ দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা কোথায় উত্তোলিত হয়?
Created: 1 week ago
A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
B
সোহরাওয়ার্দী উদ্যানে
C
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
D
কালুরঘাট বেতার কেন্দ্রে
জাতীয় পতাকা প্রথম উত্তোলন
-
১৯৭১ সালের ২ মার্চ, বিভিন্ন ছাত্র সংগঠন মিলে 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে।
-
একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় অনুষ্ঠিত একটি ছাত্রসভায় ডাকসু ভিপি আ. স. ম. আবদুর রব প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
-
এই গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণে রেখে প্রতি বছর ২ মার্চ উদযাপন করা হয় 'জাতীয় পতাকা দিবস' হিসেবে।
জাতীয় পতাকার বৈশিষ্ট্য
-
বাংলাদেশের জাতীয় পতাকা অন্যান্য দেশের মতো কিছু নির্দিষ্ট আকৃতি, গঠন, রং এবং উত্তোলনের নিয়ম অনুসরণ করে।
-
পতাকা বিধি (১৯৭২) অনুযায়ী:
-
পতাকার রং হবে গাঢ় সবুজ।
-
আয়তক্ষেত্রাকার পতাকার অনুপাত ১০:৬।
-
সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে।
-
লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
-
বৃত্তের কেন্দ্রবিন্দু পতাকার দৈর্ঘ্যের ৯/২০ অংশ এবং প্রস্থের মধ্যদিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে অবস্থান করবে।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago