তার হাতের লেখা খুব ভালো- এখানে ‘খুব’ কী পদ?
A
ক্রিয়া
B
বিশেষ্য
C
অব্যয়
D
বিশেষণ
উত্তরের বিবরণ
‘খুব’ শব্দটি এখানে ‘ভালো’ বিশেষণের বিশেষত্ব প্রকাশ করছে। তাই এটি বিশেষণের বিশেষণ, অর্থাৎ অব্যয় পদ নয়, বরং বিশেষণ পদ। এটি পরিমাণ বা মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় এবং বিশেষণকে জোরালো করে তোলে।
- খুব ভালো, খুব সুন্দর, খুব মিষ্টি—এসব ক্ষেত্রে “খুব” শব্দটি পরবর্তী বিশেষণের গুণ বৃদ্ধি করে।
- বাংলা ব্যাকরণে “খুব” কে পরিমাণবাচক বিশেষণ বলা হয়, যা সাধারণত গুণবাচক শব্দের আগে বসে তার মান বৃদ্ধি করে।
- তাই বাক্যে “তার হাতের লেখা খুব ভালো” এ “খুব” শব্দটি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 16 hours ago
‘শকুনি মামা‘- এর অর্থ কোনটি?
Created: 2 months ago
A
কুৎসিত মামা
B
সৎ মামা
C
কুচক্রী মামা
D
পাতানো মামা
শকুনি মামা – এর অর্থ- কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়।
0
Updated: 2 months ago
সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন’ –এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি?
Created: 2 months ago
A
নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার
B
উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়
C
নদী, নারী, শৃঙ্গধারী- এ তিনে না বিশ্বাস করি
D
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। ভাবার্থ: অল্প বয়সে সৌজন্য না শেখালে বয়সকালে মানুষ উদ্ধত আচরণ করে।
0
Updated: 2 months ago
কোনটি শুদ্ধ বাক্য?
Created: 1 month ago
A
সব মাছগুলোর দাম কত।
B
গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
C
অতিলোভে তাতী নষ্ট।
D
কোনোটিই নয়
নিচে কিছু অশুদ্ধ ও সংশোধিত বাংলা বাক্যের উদাহরণ দেওয়া হলো। এগুলো মূলত সঠিক বানান ও বাক্যগঠন শেখার জন্য প্রযোজ্য।
-
অতিলোভে তাতী নষ্ট → অতিলোভে তাঁতি নষ্ট
-
গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না → ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না
-
সব মাছগুলোর দাম কত → মাছগুলোর দাম কত
উপরিউক্ত অপশনে সবগুলো বাক্য অশুদ্ধ।
0
Updated: 1 month ago