‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’- বাক্যটি কোন দোষে দুষ্ট?
A
গুরুচণ্ডালী দোষ
B
বিদেশি শব্দ দোষ
C
দুর্বোধ্যতা দোষ
D
বাহুল্য দোষ
উত্তরের বিবরণ
বাক্যটিতে একই অর্থবোধক দুটি শব্দ একসঙ্গে ব্যবহৃত হয়েছে, যা ভাষাগতভাবে ভুল। “সকল” শব্দেই বহুবচনের অর্থ প্রকাশ পায়, তাই এর সঙ্গে “গণ” যুক্ত করা অনাবশ্যক হয়ে যায়। ফলে এখানে বাহুল্য দোষ দেখা দিয়েছে।
“সকল শিক্ষক উপস্থিত” বললেই অর্থ স্পষ্ট হয়, “গণ” শব্দটি বাড়তি থেকে বাক্য ভারী করেছে।
বাংলা ব্যাকরণে এ ধরনের অতিরিক্ত শব্দপ্রয়োগ বাক্যকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করে তোলে এবং তা পরিশীলিত ভাষার মান নষ্ট করে।
তাই “সকল শিক্ষকগণ আজ উপস্থিত” বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট বলে গণ্য হয়।
0
Updated: 18 hours ago
‘পূর্বে ছিল এখন নেই’ বাক্য সংকোচন কোনটি?
Created: 2 months ago
A
ভূতপূর্ব
B
অভূতপূর্ব
C
অতীত
D
বর্তমান
'পূর্বে ছিল এখন নেই'- ভূতপূর্ব। পূর্বে যা ঘটেনি- অভূতপূর্ব। বিগত হয়েছে যে কাল- অতীত। যে কাল এখনও চলছে- বর্তমান।
0
Updated: 2 months ago
কোন শব্দের প্রয়োগ শুদ্ধ?
Created: 1 month ago
A
সময়কাল
B
নিরপরাধী
C
দুরাবস্থা
D
বিবদমান
মত পোষণকারী।
অন্যদিকে—
-
দুরাবস্থা — সন্ধি বিষয়ক অপপ্রয়োগ; শুদ্ধ রূপ: দুরবস্থা।
-
নিরপরাধী — সমাস-ঘটিত অপপ্রয়োগ; শুদ্ধ রূপ: নিরপরাধ।
-
সময়কাল — সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ; শুদ্ধ রূপ: সময় বা কাল।
0
Updated: 1 month ago
'প্রাতরাশ'-এর সন্ধি-
Created: 3 months ago
A
প্রাত + রাশ
B
প্রাতঃ + রাশ
C
প্রাতঃ + আশ
D
প্রাত + আশ
• বিসর্গসন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ,
- পুনঃ + উত্থান = পুনরুত্থান,
- পুনঃ+ উক্তি = পুনরুক্তি,
- পুনঃ + অধিকার = পুনরধিকার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 3 months ago