‘বর্ণ’ হচ্ছে-
A
ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
B
ধ্বনি নির্দেশক প্রতীক
C
একটি সঙ্গে উচ্চারিত ধ্বনি গুচ্ছ
D
শব্দের ক্ষুদ্রতম অংশ
উত্তরের বিবরণ
‘বর্ণ’ শব্দটি ভাষাবিজ্ঞানে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি ধ্বনির দৃশ্যমান রূপ প্রকাশ করে। ভাষার লিখিত প্রকাশে বর্ণ হচ্ছে মৌলিক উপাদান যা ধ্বনিকে চিহ্নিত করে।
বর্ণ হলো ধ্বনি নির্দেশক প্রতীক, যা ধ্বনির লিখিত বা দৃশ্যমান রূপ প্রকাশ করে।
একটি বর্ণ সাধারণত একক ধ্বনির প্রতিনিধিত্ব করে এবং এটি লেখার মাধ্যমেই প্রকাশ পায়।
উদাহরণস্বরূপ—অ, আ, ক, খ ইত্যাদি বর্ণ বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
বর্ণের মাধ্যমে ধ্বনির লিখিত আকার সংরক্ষিত হয় এবং এটি ভাষার গঠন ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0
Updated: 18 hours ago
নিচের কোন শব্দে ‘ণ’ এর ব্যবহার অশুদ্ধ?
Created: 1 month ago
A
ব্যাকরণ
B
দুর্ণিবার
C
উষ্ণ
D
উষ্ণ
• ‘ণ’ এর ব্যবহার অশুদ্ধ - দুর্ণিবার।
• সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না।
- এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়।
- যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
অন্যদিকে,
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়।
যেমন:
- ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
0
Updated: 1 month ago
"সেমিকোলন" - এর ক্ষেত্রে কতটুকু সময় থামতে হয়?
Created: 2 months ago
A
'এক' বলতে যে সময় প্রয়োজন
B
এক সেকেন্ড
C
এক বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নেই
সেমিকোলন (;)
-
বাংলা অর্থ: অর্ধচ্ছেদ
-
থামার সময়: এক বলার দ্বিগুণ সময়
বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ:
-
কমা বা পাদচ্ছেদ (,) → ‘এক’ উচ্চারণে যত সময় লাগে, সেই পরিমাণ সময় থামতে হয়
-
সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) → ‘এক’ বলার দ্বিগুণ সময় থামতে হয়
-
হাইফেন, ইলেক, লোপ চিহ্ন, ব্র্যাকেট (-, …, (), []) → থামার প্রয়োজন নেই
-
দাড়ি বা পূর্ণচ্ছেদ (।), প্রশ্নবোধক (?), বিস্ময় চিহ্ন (!), কোলন (:), কোলন-ড্যাস (:—), ড্যাস (—) → এক সেকেন্ড থামতে হয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 2 months ago
নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই?
Created: 2 months ago
A
বাদী
B
দাত্রী
C
তাদৃশী
D
ডাইনী
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রী বাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রী বাচক শব্দের কখনো পুরুষ বাচক শব্দ হয়না। যেমন - সতীন, কুলটা, বিমাতা, পোয়াতী, সধবা, বিধবা, ডাইনি ইত্যাদি।
0
Updated: 2 months ago