Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা?
A
শ্রীলঙ্কা
B
পাকিস্তান
C
ভারত
D
বাংলাদেশ
উত্তরের বিবরণ
Probe News Agency (PNA) হলো একটি স্বনামধন্য বাংলাদেশি সংবাদ সংস্থা, যা অনুসন্ধানমূলক সাংবাদিকতায় বিশেষভাবে পরিচিত। এটি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মানবাধিকার বিষয়ক গভীর বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশের জন্য প্রতিষ্ঠিত হয়।
-
সংস্থাটি মূলত অনুসন্ধানী প্রতিবেদন, সাক্ষাৎকার, ডকুমেন্টারি ও বিশেষ বিশ্লেষণ প্রকাশ করে।
-
এটি বাংলাদেশে সাংবাদিকতার জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
Probe News Agency অনলাইন মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক পাঠকদের জন্য সংবাদ প্রচার করে থাকে।
-
সংস্থার প্রকাশনা ও প্রচারণার মূল লক্ষ্য হলো সত্য উদ্ঘাটন এবং নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠা।
0
Updated: 18 hours ago
On which date was the 'July Declaration' published?
Created: 2 months ago
A
July 31, 2025
B
8 August, 2025
C
5 August, 2025
D
July 36, 2025
জুলাই ঘোষণাপত্র
-
সংজ্ঞা: জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যা ওই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়।
-
প্রকাশ: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
-
উপস্থাপনা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
ধারা: মোট ২৮টি ধারা অন্তর্ভুক্ত।
-
সারমর্ম:
-
রাজনৈতিক, সাংবিধানিক ও শাসন কাঠামোর সংস্কার
-
ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি
-
আইনি সুরক্ষা সংক্রান্ত বিষয়সমূহ
-
উৎস: প্রথম আলো
0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে?
Created: 18 hours ago
A
৪২
B
৩৯
C
৪০
D
৪১
বাংলাদেশের সংবিধানের ৪০ অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। এই অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, প্রত্যেক নাগরিক তার ইচ্ছামতো বৈধ পেশা, বৃত্তি বা ব্যবসা বেছে নিতে পারবেন এবং রাষ্ট্র কেবল জনস্বার্থে বা আইনের প্রয়োজনে এ স্বাধীনতায় সীমাবদ্ধতা আরোপ করতে পারে।
-
অনুচ্ছেদ ৪০ অনুযায়ী, রাষ্ট্র কোনো নাগরিককে তার যোগ্যতা ও ইচ্ছার ভিত্তিতে বৈধ পেশা বা ব্যবসা করতে বাধা দিতে পারে না।
-
এটি নাগরিকের একটি মৌলিক অধিকার, যা সংবিধানের “মৌলিক অধিকার অধ্যায়”-এর অন্তর্ভুক্ত।
-
এই অনুচ্ছেদ অর্থনৈতিক স্বাধীনতা ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করে।
-
তবে জাতীয় নিরাপত্তা বা জনকল্যাণের স্বার্থে রাষ্ট্র কিছু সীমাবদ্ধতা আরোপ করতে পারে।
0
Updated: 18 hours ago
What is the main export product of Bangladesh?
Created: 2 months ago
A
Agricultural products
B
Knitwear
C
Leather and leather products
D
Leather goods
বাংলাদেশের প্রধান রপ্তানি খাত (২০২৪-২৫ অর্থবছর, জুলাই-জুন)
-
নীট পোষাক (Knitwear)
-
রপ্তানি আয়: ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৪৩.৮২%
-
মন্তব্য: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য।
-
-
ওভেন পোষাক (Woven Garments)
-
রপ্তানি আয়: ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৩৭.৬৭%
-
-
হোম টেক্সটাইল (Home Textiles)
-
রপ্তানি আয়: ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ১.১৮%
-
-
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা (Leather & Footwear)
-
রপ্তানি আয়: ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ২.৩৭%
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো
0
Updated: 2 months ago