‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে?
A
শেখ নিয়ামত আলী
B
খান আতাউর রহমান
C
জহির রায়হান
D
আব্দুল জব্বার খান
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান। এটি ১৯৫৬ সালে মুক্তি পায় এবং বাংলা চলচ্চিত্র ইতিহাসে একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হয়।
-
চলচ্চিত্রটি পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) থেকে নির্মিত প্রথম সবাক বাংলা সিনেমা।
-
এর চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবই করেন আব্দুল জব্বার খান নিজেই।
-
সিনেমাটি নির্মিত হয় ঢাকার ইস্ট বেঙ্গল মোশন পিকচার্স লিমিটেড ব্যানারে।
-
এটি বাংলা চলচ্চিত্র শিল্পের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নতুন যুগের সূচনা করে।
-
আব্দুল জব্বার খান পরবর্তীতে বাংলা সিনেমা আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃতি পান।
0
Updated: 18 hours ago
In what year was Value Added Tax introduced in Bangladesh?
Created: 2 months ago
A
July 1, 1991
B
June 1, 1991
C
July 1, 1990
D
June 1, 1990
Value Added Tax (VAT)
-
সংজ্ঞা: Value Added Tax বা মূল্য সংযোজন কর।
-
বাংলাদেশে চালু: ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ধরণ: একটি পরোক্ষ কর।
-
রাজস্বে গুরুত্ব:
-
বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে ভ্যাট থেকে।
-
দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
-
-
বর্তমান ভ্যাট হার: ৫%, ৭.৫%, ১০% ও ১৫%।
উৎস: NBR ওয়েবসাইট
0
Updated: 2 months ago
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে?
Created: 19 hours ago
A
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
B
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
C
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
D
প্রতিরক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, সংক্ষেপে SPARRSO (Bangladesh Space Research and Remote Sensing Organization), দেশের মহাকাশ ও উপগ্রহ তথ্য বিশ্লেষণ, আবহাওয়া পূর্বাভাস, কৃষি, বন, মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটি সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। শুরুতে এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ছিল, পরবর্তীতে এর কার্যক্রম ও গবেষণার প্রকৃতি বিবেচনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আনা হয়।
0
Updated: 19 hours ago
In what year did the Bangladesh government adopt the latest Poverty Alleviation Strategy Paper? (August - 2025)
Created: 2 months ago
A
2017
B
2014
C
2016
D
2015
নিশ্চয়ই, তথ্যগুলো ঠিক রেখে পুনর্লিখন করা হলো—
• দারিদ্র্য বিমোচন কৌশলপত্র:
-
সংজ্ঞা: দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (PRSP) হলো দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণ নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা।
-
বাংলাদেশে প্রথম প্রণয়ন: ২০০৫ সালে বাংলাদেশ IPRSP প্রথম প্রণয়ন করে।
-
শিরোনাম: ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের কৌশল’।
-
সর্বশেষ গ্রহণ: বাংলাদেশ সরকার সর্বশেষ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে ২০১৫ সালে।
-
মোট গ্রহণকৃত কৌশলপত্র: বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৪টি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করেছে।
উৎস: IMF
0
Updated: 2 months ago