শালবন বিহার কোন রাজবংশের কীর্তি?
A
দেব
B
রাঢ়
C
পাল
D
চন্দ্র
উত্তরের বিবরণ
শালবন বিহার বাংলাদেশের প্রাচীনতম ও অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা বর্তমান কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত। এটি দেব রাজবংশের কীর্তি, যারা অষ্টম শতাব্দীতে এই অঞ্চল শাসন করতেন।
-
ধারণা করা হয়, রাজা ভবদেব অষ্টম শতাব্দীতে এই বিহার নির্মাণ করেন, যা তৎকালীন সময়ের বৌদ্ধ ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র ছিল।
-
বিহারটি একটি বিশাল আয়তনের আয়তাকার স্থাপনা, যার চারপাশে সন্ন্যাসীদের জন্য কক্ষ এবং কেন্দ্রে একটি মন্দির রয়েছে।
-
প্রত্নতাত্ত্বিক খননে এখানে বহু বুদ্ধমূর্তি, পোড়ামাটির ফলক ও তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে।
-
শালবন বিহার বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত।
0
Updated: 18 hours ago
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে?
Created: 2 months ago
A
ষাট গম্বুজ মসজিদ
B
বায়তুল মোকাররম মসজিদ
C
শাহ সুজা মসজিদ
D
তারা মসজিদ
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোট:
- 'বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট, ২০২৫ থেকে বাজারে এসেছে।
- এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
- নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
- নোটের সামনে বাঁ পাশে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি।
- নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
- নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
0
Updated: 2 months ago
What is Ribon's rating?
Created: 2 months ago
A
Jute decomposition method
B
Wheat threshing method
C
Jute planting method
D
Rice Cultivation Method
রিবন রেটিং (Ribbon Rating)
-
সংজ্ঞা: স্বল্প পানি অঞ্চলে পাট পচন ব্যবস্থাপনা কে বলা হয় রিবন রেটিং পদ্ধতি।
-
উদ্ভাবন: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) গবেষণার পর বাঁশের হুক ব্যবহার করে পাটের ছালকরণ (Ribboning) ও ছাল পচন (Ribbon Rating) পদ্ধতি উদ্ভাবন করেছে।
-
উপকরণ:
১. সিঙ্গেল রোলার
২. ডাবল রোলার রিবনার-
কারিগরি দিক থেকে ডাবল রোলার রিবনার সবচেয়ে সুবিধাজনক প্রমাণিত।
-
-
সুবিধা:
-
পুরো পাট গাছ না পচিয়ে কাঁচা গাছ থেকে ছাল আলাদা করা হয়।
-
পচানোর জন্য কম পানি প্রয়োজন।
-
পচনের জন্য কম জায়গা ও সময় লাগে।
-
বহন খরচ কমে যায়।
-
আঁশে কোনো কাটিংস থাকে না, এবং আঁশের মান ভালো থাকে।
-
ফলে আঁশের মূল্য বৃদ্ধি পায়।
-
উৎস: কৃষি তথ্য সার্ভিস
0
Updated: 2 months ago
Which is the most important resource of Bangladesh?
Created: 2 months ago
A
Limestone
B
White Clay
C
Hard rock
D
Natural Gas
প্রাকৃতিক গ্যাস
বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাকৃতিক গ্যাস। এটি এক উৎকৃষ্ট জ্বালানি, পাশাপাশি বিভিন্ন শিল্পে—বিশেষ করে সার কারখানায়—কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়।
১৯৫৫ সালে সিলেটের হরিপুর এলাকায় বার্মা ওয়েল কোম্পানি প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার করে এবং ১৯৫৭ সাল থেকে দেশে গ্যাস উৎপাদন শুরু হয়।
বর্তমানে বাংলাদেশে মোট ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। উল্লেখযোগ্য গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—বিবিয়ানা, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর ইত্যাদি। এর মধ্যে ভোলার ইলিশা-১ কূপ হলো সর্বশেষ (২৯তম) আবিষ্কৃত গ্যাসক্ষেত্র।
প্রাকৃতিক গ্যাস ছাড়াও বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক ইত্যাদি উল্লেখযোগ্য।
উৎস: এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পেট্রোবাংলা।
0
Updated: 2 months ago