What is the main idea of The Lotos-Eaters?
A
Escape from reality
B
War
C
Love
D
Power
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is
the theme of The Lotos-Eaters?
Created: 2 months ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 2 months ago
How do the Lotos Eaters perceive the world in The Lotos-Eaters?
Created: 1 week ago
A
As a place of endless work and suffering
B
As a world to be conquered and controlled
C
As a temporary illusion that must be escaped
D
As a peaceful and eternal paradise free of struggles
The Lotos-Eaters কবিতায়, লোটোস খাওয়া চরিত্রগুলি পৃথিবীকে একটি শান্তিপূর্ণ এবং চিরকালীন পররাজ্য হিসেবে দেখে যেখানে কোনো সংগ্রাম বা দুঃখ নেই। তারা এই নতুন জীবনে প্রবাহিত হয়ে, অতীতের সমস্ত শোচনীয়তা এবং কষ্ট ভুলে যেতে চায়। তাদের দৃষ্টিতে, পৃথিবী একটি নৈরাজ্যহীন স্থান, যেখানে কোনো যুদ্ধ, পরিশ্রম বা ব্যথা নেই।
এই কবিতায়, লোটোস খাওয়া চরিত্রগুলির দ্বারা উপস্থাপিত শান্তি এবং নিস্তব্ধতার ধারণাটি মানব জীবনের সীমাহীন ক্লান্তি এবং পরিশ্রমের পরিপূরক হিসেবে চিত্রিত করা হয়েছে। তাদের চাহিদা বা উদ্দেশ্য একমাত্র সুখ এবং নীরবতা, যা দুনিয়ার বাস্তব সমস্যাগুলি থেকে মুক্তির প্রতীক।

0
Updated: 1 week ago
The sailors' core argument in "The Lotus-Eaters" against returning to their journey is that...
Created: 1 month ago
A
The ship is no longer seaworthy.
B
They have run out of supplies.
C
"All things have rest," so they should too.
D
They are afraid of Ulysses.
কবিতায় “The Lotus-Eaters”-এ নাবিকদের মূল যুক্তি হলো “All things have rest,” তাই তাদেরও বিশ্রামের অধিকার থাকা উচিত। তারা দীর্ঘ এবং কষ্টসাধ্য যাত্রায় ক্লান্ত হয়ে পড়েছে এবং মনে করে তাদের কষ্ট প্রাকৃতিক বিশ্বের বিশ্রামের তুলনায় অন্যায়ময়।
-
এই যুক্তি প্রকাশ পায় কবিতার “Choric Song”-এ, যেখানে নাবিকেরা তাদের ইচ্ছা ও অভিযোগ ব্যক্ত করে।
-
তারা লক্ষ্য করে যে পাতা ও ফুলের মতো প্রাকৃতিক জিনিসগুলো তাদের জীবন শেষ হলে কাজ থেকে বিরতি নেয়, কিন্তু মানুষকে চিরস্থায়ী পরিশ্রমের দণ্ড ভোগ করতে হয়।
-
নাবিকদের বক্তব্য মূলত মানব জীবনের কঠোর পরিশ্রম বনাম প্রাকৃতিক বিশ্রামের মধ্যে বৈষম্যকে তুলে ধরে।

0
Updated: 1 month ago