নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি?
A
আমাশয় ও ডায়াবেটিস
B
ক্যান্সার ও স্ট্রোক
C
টাইফয়েড ও ডায়াবেটিস
D
কলেরা ও স্ট্রোক
উত্তরের বিবরণ
ক্যান্সার ও স্ট্রোক উভয়ই অসংক্রামক ব্যাধি (Non-communicable Diseases), অর্থাৎ এই রোগগুলো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে সংক্রমিত হয় না। এগুলো সাধারণত জীবনযাত্রার ধরন, জিনগত কারণ, খাদ্যাভ্যাস ও পরিবেশগত প্রভাবের কারণে ঘটে। ক্যান্সার হলো কোষের অস্বাভাবিক বৃদ্ধি, যা শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করে, আর স্ট্রোক ঘটে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হলে, যা পক্ষাঘাত বা মৃত্যু ঘটাতে পারে। অন্যদিকে আমাশয়, টাইফয়েড ও কলেরা ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রামক রোগ। তাই সঠিক উত্তর হলো ক্যান্সার ও স্ট্রোক।
0
Updated: 19 hours ago