‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
প্যারিদাস মিত্র
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
অক্ষয়কুমার দত্ত
উত্তরের বিবরণ
‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সঙ্গে উনবিংশ শতকের বাংলা নবজাগরণের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটি ছিল তৎকালীন সমাজসংস্কার ও চিন্তাচেতনার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
অক্ষয়কুমার দত্ত ছিলেন এই পত্রিকার সম্পাদক, যিনি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও সামাজিক সংস্কারমূলক লেখনির জন্য পরিচিত ছিলেন।
দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর প্রতিষ্ঠাতা, যিনি ব্রাহ্ম সমাজ আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
এই পত্রিকা ১৮৪৩ সালে প্রকাশিত হয় এবং বুদ্ধি, বিজ্ঞান ও মানবকল্যাণের প্রসারে বিশেষ ভূমিকা রাখে।
‘তত্ত্ববোধিনী’ মূলত ধর্মীয় গোঁড়ামি ভাঙা এবং যুক্তিনির্ভর চিন্তার প্রসার ঘটানোর উদ্দেশ্যে প্রকাশিত হয়েছিল।
0
Updated: 19 hours ago
'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
Created: 3 months ago
A
প্যারীচাঁদ মিত্র
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
প্রমথ চৌধুরী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে ১৮৭২ সালে প্রকাশিত ‘বঙ্গদর্শন’ ছিল উনিশ শতকের বাংলা সাহিত্য-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মোড়।
বাংলা গদ্যভাষার বিকাশে এ পত্রিকার অবদান অনস্বীকার্য। যদিও এটি প্রথম পর্যায়ে মাত্র চার বছর (১৮৭২–১৮৭৬) নিয়মিত প্রকাশ পেয়েছিল, তবুও তার প্রভাব ছিল সুদূরপ্রসারী।
‘বঙ্গদর্শন’-এর ভাষা ছিল উৎকর্ষমান সাধু বাংলা, যা তৎকালীন শিক্ষিত সমাজের রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পত্রিকায় সাহিত্য, সমাজনীতি, ধর্মতত্ত্ব, দর্শন, রাজনীতি ও বিজ্ঞানের উপর বহু তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী রচনা প্রকাশিত হতো।
এর মাধ্যমে বাঙালি মধ্যবিত্ত সমাজ প্রথম আধুনিক চেতনার প্রকাশের সুযোগ পায়। তাই একে শিক্ষিত বাঙালির প্রথম মুখপত্র বললে অত্যুক্তি হয় না।
বঙ্কিমচন্দ্র ছাড়াও গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় কুমার সরকার ও চন্দ্রনাথ বসুর মতো জ্ঞানীগুণী ব্যক্তিত্বরা নিয়মিত এই পত্রিকায় লেখালেখি করতেন।
পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের দুই ভাই—সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র—কিছুদিন এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন।
দীর্ঘ বিরতির পর, ২০০০ সাল থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিতে অবস্থিত বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র ‘বঙ্গদর্শন’-কে নতুন আঙ্গিকে ষাণ্মাসিক পত্রিকা হিসেবে পুনঃপ্রকাশ করছে। এই নবযাত্রা ‘বঙ্গদর্শন’-এর ঐতিহ্য ও তাৎপর্যকে আরও প্রসারিত করছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
“দিগ্দর্শন” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
ভবানীচরণ ব্যানার্জি
C
জেমস অগাস্টাস হিকি
D
জেমস সিল্ক বাকিংহাম
দিগ্দর্শন
-
বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা
-
প্রকাশক: শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন
-
সম্পাদক: জন ক্লার্ক মার্শম্যান (বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র)
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল
-
নামপত্রে উল্লেখ: “যুবলোকের কারণে সংগৃহীত নানা উপদেশ”
-
ধরণ: মাসিক পত্রিকা
0
Updated: 2 months ago
’দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদক কে?
Created: 1 month ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
কাজী নজরুল ইসলাম
C
আবুল কালাম শামসুদ্দীন
D
মুজাফফর আহমেদ
আবুল কালাম শামসুদ্দীন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তিনি ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন এবং পরে কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন। তবে ১৯২০-২১ সালের খিলাফত ও অসহযোগ আন্দোলনের কারণে বিএ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষা (১৯২১) পাশ করেন।
-
জন্ম: ৩ নভেম্বর, ১৮৯৭, ত্রিশাল, ময়মনসিংহ
-
পেশা: সাংবাদিক, সাহিত্যিক
-
সম্পাদনা কাজ:
-
১৯২৩: সহযোগী সম্পাদক, দৈনিক মোহাম্মদী
-
১৯২৬: সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগ
-
১৯৩৬–১৯৫৮: দৈনিক আজাদ-এর সম্পাদনা বিভাগ, দীর্ঘ ২২ বছর
-
উল্লেখযোগ্য রচনা:
-
কচি পাতা (শিশুসাহিত্য)
-
ত্রিস্রোতা (অনুবাদ)
-
পোড়োজমি বা অনাবাদী জমি
-
দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন)
-
ইলিয়ড (বঙ্গানুবাদ)
-
পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস)
দৈনিক আজাদ পত্রিকাটিও তার দীর্ঘ সময়কাল সম্পাদনার মাধ্যমে প্রভাবশালী হয়।
0
Updated: 1 month ago