Which Shakespeare play has a shipwreck?
A
The Tempest
B
Macbeth
C
Othello
D
King Lear
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
How does Iago describe Cassio to Othello to ruin his image?
Created: 2 months ago
A
As a coward
B
As a womanizer
C
As a traitor
D
As a spy
Iago Othello-কে বোঝায় যে Cassio একজন নারীলোভী, যা Desdemona-র সঙ্গে তার সম্পর্ককে সন্দেহজনক করে তোলে। এই মিথ্যা অভিযোগ Othello-র ঈর্ষা জাগিয়ে তোলে এবং তার মানসিক ভাঙন দ্রুত ত্বরান্বিত করে।

0
Updated: 2 months ago
How does Hamlet die?
Created: 2 months ago
A
Poisoned sword
B
Hanging
C
Drowning
D
Arrow wound
লায়ার্টিসের সাথে দ্বন্দ্বযুদ্ধে হ্যামলেট বিষমাখা তলোয়ারের আঘাতে আহত হয়। এই বিষাক্ত অস্ত্র ক্লডিয়াস ও লায়ার্টিসের ষড়যন্ত্রের অংশ ছিল। শেষ মুহূর্তে হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে প্রতিশোধ সম্পূর্ণ করে।

0
Updated: 2 months ago
"The Tempest" is most accurately classified as one of Shakespeare's:
Created: 1 month ago
A
Tragedies
B
Histories
C
Satires
D
Romances
Shakespeare-এর "Romances" (যা কখনও কখনও tragi-comedies নামেও পরিচিত) তার পরবর্তী নাটকসমূহ, যা তার প্রাথমিক, খাঁটি কমেডি এবং ট্রাজেডিগুলোর থেকে ভিন্ন।
এই নাটকগুলোর বৈশিষ্ট্য হলো জাদুকরী বা কল্পনামূলক উপাদান, দীর্ঘ সময় ধরে হারানো পরিবারের সদস্যদের পুনর্মিলন, সিরিয়াস এবং কমেডিক টোনের মিশ্রণ, এবং চূড়ান্ত অধ্যায়ে মৃত্যু বা বিপদের পরিবর্তে ক্ষমা ও মিলনের উপর জোর।
"The Tempest" নাটকটি কারণ এতে ট্রাজেডির সম্ভাবনা ও জাদুকরী উপাদান একসাথে আছে এবং এটি শেষ হয় মিলন ও বিবাহ দিয়ে, তাই এটি সবচেয়ে সঠিকভাবে Shakespeare-এর Tragi-Comedy বা Romance হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।
• Romances বা Tragi-Comedies হল Shakespeare-এর পরবর্তী নাটক।
• এতে থাকে magical/fantastical elements।
• দীর্ঘ সময় ধরে হারানো পরিবারের সদস্যদের পুনর্মিলন ঘটে।
• Serious ও comedic tone একসাথে মেলে।
• চূড়ান্ত অধ্যায়ে থাকে forgiveness এবং reconciliation, মৃত্যু বা বিপদের নয়।
• The Tempest এই বৈশিষ্ট্যগুলো পূরণ করে, তাই এটি Tragi-Comedy বা Romance।

0
Updated: 3 weeks ago