কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়?
A
লিবিয়া
B
মিশর
C
লেবানন
D
তিউনিশিয়া
উত্তরের বিবরণ
আরব বসন্ত (Arab Spring) হলো ২০১০ সালের শেষের দিকে শুরু হওয়া এক ধারাবাহিক গণআন্দোলন, যার মাধ্যমে আরব বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করে। এই আন্দোলনের সূচনা ঘটে তিউনিশিয়ায়, যখন ২০১০ সালের ১৭ ডিসেম্বর এক তরুণ পথবিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি (Mohamed Bouazizi) পুলিশের নিপীড়নের প্রতিবাদে আত্মাহুতি দেন। তাঁর এই আত্মাহুতিই দেশের জনগণকে বিক্ষোভে উদ্বুদ্ধ করে এবং ফলস্বরূপ প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর এই আন্দোলন লিবিয়া, মিশর, ইয়েমেন, সিরিয়া প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে।
0
Updated: 19 hours ago
VWP -এর পূর্ণরূপ কী?
Created: 2 months ago
A
Visitor Work Permit
B
Visa Waiver Program
C
Visa Withdrawal Process
D
Visa Withdrawal Policy
VWP (Visa Waiver Program)
-
পূর্ণরূপ: Visa Waiver Program
-
প্রকৃতি: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রোগ্রাম
-
উদ্দেশ্য: নির্দিষ্ট দেশের নাগরিকদের স্বল্প মেয়াদে (সাধারণত ৯০ দিন বা তার কম) ভিসা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশের সুযোগ দেওয়া।
-
অনুমোদন প্রক্রিয়া: যোগ্য দেশের নাগরিকরা ESTA (Electronic System for Travel Authorization) ব্যবহার করে অনুমোদন নিয়ে প্রবেশ করতে পারে।
-
মূল লক্ষ্য:
-
মার্কিন যুক্তরাষ্ট্র ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন
-
ভ্রমণ প্রক্রিয়া সহজ করা
-
-
যোগ্যতার শর্ত:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক
-
নিরাপত্তা ও অভিবাসন নীতিতে নির্দিষ্ট মানদণ্ড পূরণ
-
উৎস: U.S. Department of State (.gov)
0
Updated: 2 months ago
OIC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 19 hours ago
A
তেহরান
B
কায়রো
C
রিয়াদ
D
জেদ্দা
OIC (Organization of Islamic Cooperation) বা ইসলামী সহযোগিতা সংস্থা হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংগঠন, যার সদস্য রাষ্ট্রের সংখ্যা বর্তমানে ৫৭টি। এই সংস্থা মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ঐক্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এর প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। যদিও সংস্থার সনদ অনুযায়ী এর স্থায়ী সদর দপ্তর জেরুজালেমে নির্ধারিত, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সদর দপ্তর জেদ্দাতেই কার্যক্রম পরিচালনা করছে।
0
Updated: 19 hours ago
মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?
Created: 18 hours ago
A
দিভেহী
B
মালয়
C
আরবি
D
হিন্দি
মালদ্বীপের প্রধান ভাষা হলো দিভেহী (Dhivehi), যা দেশটির জাতীয় ও সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। এটি একটি ইন্দো-আর্য ভাষা, যার উৎপত্তি প্রাচীন সিংহলী ও সংস্কৃত ভাষা থেকে। দিভেহী ভাষা মালদ্বীপের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যের মূল ভিত্তি।
-
দিভেহী ভাষার নিজস্ব লিপি হলো থানা লিপি (Thaana Script), যা ডান দিক থেকে বাম দিকে লেখা হয়।
-
ভাষাটি মালদ্বীপের সব প্রশাসনিক, শিক্ষাগত ও গণমাধ্যম কার্যক্রমে ব্যবহৃত হয়।
-
মালদ্বীপের জনগণ দৈনন্দিন জীবনে দিভেহী ভাষায় কথা বলে, তবে ইংরেজি ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় পর্যটন ও সরকারি যোগাযোগে।
-
এটি মালদ্বীপের ঐক্য ও জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত।
0
Updated: 18 hours ago