OIC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
A
তেহরান
B
কায়রো
C
রিয়াদ
D
জেদ্দা
উত্তরের বিবরণ
OIC (Organization of Islamic Cooperation) বা ইসলামী সহযোগিতা সংস্থা হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংগঠন, যার সদস্য রাষ্ট্রের সংখ্যা বর্তমানে ৫৭টি। এই সংস্থা মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ঐক্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এর প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। যদিও সংস্থার সনদ অনুযায়ী এর স্থায়ী সদর দপ্তর জেরুজালেমে নির্ধারিত, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সদর দপ্তর জেদ্দাতেই কার্যক্রম পরিচালনা করছে।
0
Updated: 19 hours ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:
0
Updated: 1 month ago
১২. ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?
Created: 18 hours ago
A
শেক্সপিয়ার ও ভলতেয়ার
B
রুশো ও ভলতেয়ার
C
প্লেটো ও এরিস্টটল
D
শেক্সপিয়ার ও ইলিয়ট
ফরাসি বিপ্লব (French Revolution)-কে অনুপ্রাণিত করেছিলেন রুশো (Jean-Jacques Rousseau) এবং ভলতেয়ার (Voltaire) — এই দুই আলোকিত যুগের দার্শনিক। তাঁদের লেখনী ও চিন্তাধারা ১৮শ শতাব্দীর ইউরোপে গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতার বোধ জাগিয়ে তোলে।
-
রুশো তাঁর বিখ্যাত গ্রন্থ “The Social Contract” (1762)-এ জনগণের সার্বভৌমত্ব ও গণশাসনের ধারণা তুলে ধরেন। তাঁর উক্তি “Man is born free, but everywhere he is in chains” বিপ্লবীদের স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে।
-
ভলতেয়ার ছিলেন স্বাধীন মত প্রকাশ ও ধর্মীয় সহনশীলতার প্রবক্তা। তাঁর লেখায় রাজতন্ত্র, ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক অবিচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা ছিল।
-
এই দুই দার্শনিকের ধারণা থেকেই “স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব”— ফরাসি বিপ্লবের মূল আদর্শ জন্ম নেয়।
-
তাঁদের চিন্তা-ভাবনা ইউরোপ ও পরবর্তীতে বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠায় গভীর প্রভাব ফেলেছিল।
0
Updated: 18 hours ago
জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি?
Created: 18 hours ago
A
International Panel on Climate Change
B
Intergovernmental Panel on Climate Change
C
Intragovernmental Panel on Climate Change
D
International Public Committee for Climate Change
IPCC এর পূর্ণরূপ হলো Intergovernmental Panel on Climate Change, যা জাতিসংঘের অধীনে গঠিত একটি বৈজ্ঞানিক সংস্থা। এটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP) এবং World Meteorological Organization (WMO) যৌথভাবে প্রতিষ্ঠা করে। এর প্রধান লক্ষ্য হলো— জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধান বিষয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রদান করা।
-
IPCC জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিশ্বব্যাপী গবেষণা পর্যালোচনা করে এবং সরকারগুলোর জন্য নীতি-নির্ধারণে বৈজ্ঞানিক ভিত্তি সরবরাহ করে।
-
সংস্থাটি নিয়মিতভাবে Assessment Report (AR) প্রকাশ করে, যার মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাস নির্গমন ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করা হয়।
-
IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে, জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য।
-
এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
0
Updated: 18 hours ago