চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কী?
A
মা হুয়ান
B
মেগাস্থিনিস
C
ফা-হিয়েন
D
হিউয়েন সাং
উত্তরের বিবরণ
চীন থেকে ভারতবর্ষে আগত প্রথম পর্যটক ছিলেন ফা-হিয়েন (Fa-Hien)। তিনি ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু, যিনি খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দীতে (প্রায় 399–414 খ্রিষ্টাব্দ) ভারতে আসেন। তাঁর উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের মূল সূত্র, শাস্ত্র ও নিয়মাবলি সংগ্রহ করা। ফা-হিয়েন ভারতবর্ষে বহু বছর অবস্থান করেন এবং বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান ভ্রমণ করেন। পরে তিনি তাঁর অভিজ্ঞতা নিয়ে “Fo-Kuo-Ki (A Record of Buddhist Kingdoms)” নামে একটি ভ্রমণবৃত্তান্ত রচনা করেন, যা প্রাচীন ভারতের সমাজ, ধর্ম, ও রাজনীতি সম্পর্কে অমূল্য ঐতিহাসিক দলিল হিসেবে গণ্য হয়।
0
Updated: 19 hours ago
সম্প্রতি, আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১ আগস্ট, ২০২৫
B
৫ আগস্ট, ২০২৫
C
৮ আগস্ট, ২০২৫
D
১০ আগস্ট, ২০২৫
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৮ আগস্ট, ২০২৫ হোয়াইট হাউসে আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই চুক্তির মাধ্যমে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা প্রতিষ্ঠা হবে।
-
শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সঙ্গে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়
-
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত
-
অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও, ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী এটি নিয়ন্ত্রণ করে আসছিল
-
আর্মেনিয়া নাগোরনো-কারাবাখ দখলের পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত সংঘটিত হয়
-
২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ আজারবাইজান গ্রহণ করে
0
Updated: 1 month ago
বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ?
Created: 18 hours ago
A
৪ এপ্রিল
B
১ এপ্রিল
C
২ এপ্রিল
D
৩ এপ্রিল
বিশ্ব অটিজম সচেতনতা দিবস (World Autism Awareness Day) প্রতি বছর ২ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হয়। জাতিসংঘ ২০০৭ সালে এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এবং ২০০৮ সাল থেকে দিবসটি পালন শুরু হয়। এর উদ্দেশ্য হলো অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
-
এই দিবসটি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত অন্যতম স্বাস্থ্য-সচেতনতা দিবস।
-
বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এই দিনে সেমিনার, র্যালি ও নীল আলো প্রজ্জ্বলনের মাধ্যমে সচেতনতা প্রচার করে।
-
নীল রঙ অটিজম সচেতনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যা শান্তি ও গ্রহণযোগ্যতার প্রতীক।
-
দিবসটির মূল প্রতিপাদ্য প্রতি বছর নতুনভাবে নির্ধারণ করা হয়, যা অটিজম আক্রান্তদের সামাজিক ও মানসিক অন্তর্ভুক্তিকে গুরুত্ব দেয়।
0
Updated: 18 hours ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:
0
Updated: 1 month ago