বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে?
A
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
B
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
C
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
D
প্রতিরক্ষা মন্ত্রণালয়
উত্তরের বিবরণ
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, সংক্ষেপে SPARRSO (Bangladesh Space Research and Remote Sensing Organization), দেশের মহাকাশ ও উপগ্রহ তথ্য বিশ্লেষণ, আবহাওয়া পূর্বাভাস, কৃষি, বন, মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটি সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। শুরুতে এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ছিল, পরবর্তীতে এর কার্যক্রম ও গবেষণার প্রকৃতি বিবেচনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আনা হয়।
0
Updated: 19 hours ago
What is Ribon's rating?
Created: 2 months ago
A
Jute decomposition method
B
Wheat threshing method
C
Jute planting method
D
Rice Cultivation Method
রিবন রেটিং (Ribbon Rating)
-
সংজ্ঞা: স্বল্প পানি অঞ্চলে পাট পচন ব্যবস্থাপনা কে বলা হয় রিবন রেটিং পদ্ধতি।
-
উদ্ভাবন: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) গবেষণার পর বাঁশের হুক ব্যবহার করে পাটের ছালকরণ (Ribboning) ও ছাল পচন (Ribbon Rating) পদ্ধতি উদ্ভাবন করেছে।
-
উপকরণ:
১. সিঙ্গেল রোলার
২. ডাবল রোলার রিবনার-
কারিগরি দিক থেকে ডাবল রোলার রিবনার সবচেয়ে সুবিধাজনক প্রমাণিত।
-
-
সুবিধা:
-
পুরো পাট গাছ না পচিয়ে কাঁচা গাছ থেকে ছাল আলাদা করা হয়।
-
পচানোর জন্য কম পানি প্রয়োজন।
-
পচনের জন্য কম জায়গা ও সময় লাগে।
-
বহন খরচ কমে যায়।
-
আঁশে কোনো কাটিংস থাকে না, এবং আঁশের মান ভালো থাকে।
-
ফলে আঁশের মূল্য বৃদ্ধি পায়।
-
উৎস: কৃষি তথ্য সার্ভিস
0
Updated: 2 months ago
ECNEC এর বর্তমান সভাপতি কে?
Created: 19 hours ago
A
অর্থমন্ত্রী
B
প্রধানমন্ত্রী
C
পরিকল্পনামন্ত্রী
D
জনপ্রশাসনমন্ত্রী
ECNEC বা Executive Committee of the National Economic Council (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) হলো সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সংস্থা, যা দেশের উন্নয়ন প্রকল্পসমূহ অনুমোদনের দায়িত্বে থাকে। এর সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ জাতীয় পর্যায়ের অর্থনৈতিক ও উন্নয়ন কার্যক্রমের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাঁর অধীনে। পরিকল্পনামন্ত্রী, অর্থমন্ত্রীসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রীরা এর সদস্য। এই কমিটি জাতীয় পরিকল্পনা, প্রকল্প অনুমোদন, এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) বাস্তবায়নের অগ্রগতি তদারকি করে থাকে। তাই ECNEC-এর বর্তমান ও স্থায়ী সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
0
Updated: 19 hours ago
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কবে পালিত হয়?
Created: 2 months ago
A
৯ ডিসেম্বর
B
১০ ডিসেম্বর
C
১১ ডিসেম্বর
D
১২ ডিসেম্বর
0
Updated: 2 months ago