বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে?
A
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
B
পরিকল্পনা বিভাগ
C
অর্থ বিভাগ
D
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন বিষয়ক সকল কার্যক্রমের দায়িত্বে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD – Economic Relations Division)। এটি অর্থ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ, যার প্রধান কাজ হলো বিদেশি ঋণ, অনুদান ও সহায়তা সংগ্রহ, ব্যবস্থাপনা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করা। এই বিভাগ উন্নয়ন সহযোগী সংস্থা যেমন বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, জাইকা ইত্যাদির সঙ্গে আলোচনার মাধ্যমে দেশের উন্নয়ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে। এছাড়া এটি বিদেশি ঋণের শর্ত, পরিশোধ, এবং দাতা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সাধনের কাজও পরিচালনা করে থাকে।
0
Updated: 19 hours ago
'Moral and others' গ্রন্থটি কে লিখেছেন?
Created: 2 months ago
A
ফ্রান্সিস বেকন
B
প্লেটো
C
বার্ট্রান্ড রাসেল
D
মেকিয়াভেলি
বার্ট্রান্ড রাসেল: - রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক। - তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব। - ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ⇒ Political Ideals গ্রন্থে তিনি বলেছেন: - রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে। - বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- • The Elements of Ethics, • Human Society in Ethics and Politics, • Moral and others, • Power: A New Social Analysis, • Political Ideals, • Introduction to Mathematical Philosophy etc.
বার্ট্রান্ড রাসেল:
- রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
⇒ Political Ideals গ্রন্থে তিনি বলেছেন:
- রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে।
- বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
• The Elements of Ethics,
• Human Society in Ethics and Politics,
• Moral and others,
• Power: A New Social Analysis,
• Political Ideals,
• Introduction to Mathematical Philosophy etc.
0
Updated: 2 months ago
Which one serves as a clearing house?
Created: 2 months ago
A
Agrani Bank
B
Janata Bank
C
Rupali Bank
D
Bangladesh Bank
নিকাশ ঘর
বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে।
-
বিভিন্ন ব্যাংকের গ্রাহক চেকের মাধ্যমে লেনদেন করলে ব্যাংকগুলোর মধ্যে দেনাপাওনার সৃষ্টি হয়।
-
নিকাশ ঘর হিসেবে বাংলাদেশ ব্যাংক এসব পারস্পরিক দেনাপাওনা মিটিয়ে দেয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। তবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে নিকাশ ঘরের কাজ করে সোনালী ব্যাংক।
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
Who is the current Chairman of the Board of Directors of Bangladesh Bank? (August-2025)
Created: 2 months ago
A
Dr. Md. Khairuzzaman Majumder
B
Dr. Ahsan H. Mansur
C
Dr. Fahmida Khatun
D
Dr. Md. Habibur Rahman
বাংলাদেশ ব্যাংকের গঠনপ্রণালী
-
প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সম্পূর্ণ সরকারী মালিকানায় পরিচালিত।
-
পরিচালনা পর্ষদ: ব্যাংকের পরিচালনা ও নীতি নির্ধারণের জন্য একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
-
সদস্য: ১ জন গভর্নর, ২ জন ডেপুটি গভর্নর এবং ৮ জন পরিচালক
-
সভাপতি: গভর্নর
-
গভর্নরের মেয়াদ: ৪ বছর, সরকার কর্তৃক মনোনীত; মেয়াদ শেষে পুনঃনিয়োগ সম্ভব
-
ডেপুটি গভর্নর: সরকার কর্তৃক ৪ বছরের জন্য মনোনীত
-
-
কার্যনির্বাহী কমিটি:
-
সদস্য: গভর্নর, ডেপুটি গভর্নরগণ, এবং পরিচালকদের মধ্য থেকে সরকার কর্তৃক মনোনীত একজন সদস্য
-
দায়িত্ব: ব্যাংকের কাজকর্ম পরিচালনা করা
-
উল্লেখ্য: আগস্ট ২০২৫ পর্যন্ত
-
পরিচালক পর্ষদের সভাপতি ও গভর্নর: ড. আহসান এইচ মনসুর
উৎস: বাংলাদেশ ব্যাংক
0
Updated: 2 months ago