শুদ্ধ বানান কোনটি?
A
গ্রীহস্ত
B
গৃহস্থ
C
গ্রীহস্থ
D
গৃহস্ত
উত্তরের বিবরণ
‘গৃহস্থ’ শব্দটি সংস্কৃত ‘গৃহ’ (বাড়ি) এবং ‘অস্থ’ (অধিকারী বা অধিবাসী) শব্দের সমন্বয়ে গঠিত। এটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি পরিবারের প্রধান বা সংসারের কর্তা।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
গৃহস্থ শব্দের অর্থ হলো পরিবার বা সংসারের কর্তা, যিনি নিজের গৃহে বসবাস করেন।
গ্রীহস্ত, গ্রীহস্থ, ও গৃহস্ত শব্দগুলো উচ্চারণে কাছাকাছি হলেও বানানগতভাবে ভুল।
বাংলা একাডেমির বানান বিধান অনুসারে সঠিক রূপ হলো ‘গৃহস্থ’, কারণ এখানে ‘গৃহ’ মূল শব্দের পরে ‘স্থ’ যুক্ত হয়ে সঠিক ধ্বনি তৈরি করে।
এই শব্দটি প্রাচীন বাংলা সাহিত্যেও একই বানানে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 8 hours ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 months ago
A
নিরপরাধী
B
দারিদ্র্যতা
C
স্বার্থকতা
D
প্রাণিকুল
প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্রতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য' । স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।
0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 4 months ago
A
সমীচীন
B
সমিচীন
C
সমীচিন
D
সমিচিন
শুদ্ধ বানান - সমীচীন।
• সমীচীন (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: সংগত, উপযুক্ত, উত্তম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 4 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
প্রনয়নী
B
প্রণয়নী
C
প্রণয়িনী
D
প্রণয়নি
• শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি প্রণয়ী এর স্ত্রীবাচক শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago