‘জিলাপির প্যাঁচ’ বাগধারাটির অর্থ কী?
A
প্যাঁচানো
B
কুটিল
C
কলহপ্রিয়
D
জটিল
উত্তরের বিবরণ
‘জিলাপির প্যাঁচ’ একটি প্রচলিত বাংলা বাগধারা, যা সাধারণত কুটিল বা ধূর্ত প্রকৃতির কাজ বা চিন্তা বোঝাতে ব্যবহৃত হয়। এই বাগধারাটি এমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যিনি নিজের স্বার্থে জটিল বা ঘুরিয়ে কথা বলেন।
জিলাপি একটি মিষ্টান্ন যা পাক খেয়ে পাক খেয়ে তৈরি হয়, তাই এর আকারের সঙ্গে কুটিলতার রূপক টানা হয়েছে।
এই বাগধারার অর্থ কেবল শারীরিক প্যাঁচ নয়, বরং মানসিক বা নৈতিক জটিলতা প্রকাশ করে।
‘জিলাপির প্যাঁচ’ দিয়ে বোঝানো হয় এমন কোনো বিষয় বা মানুষকে, যাঁর আচরণ সরল নয়।
এটি দৈনন্দিন কথাবার্তায় চালাক, ধূর্ত বা প্রতারণাপূর্ণ মনোভাব বোঝাতে ব্যবহৃত হয়।
0
Updated: 8 hours ago
'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অতি আকাঙ্ক্ষিত বস্তু
B
অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
C
অদৃষ্টের পরিহাস
D
বিশেষ সম্মানিত ব্যক্তি
নদের চাঁদ অর্থ- অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। আকাশের চাঁদ = অতি আকাঙ্ক্ষিত বস্তু। অদৃষ্টের পরিহাসে-ভাগ্যের নিষ্ঠুরতা।
0
Updated: 2 months ago
‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থপ্রকাশ করে?
Created: 2 months ago
A
সুখের পায়রা
B
যক্ষের ধন
C
খোদার খাসি
D
বসন্তের কোকিল
খোদার খাসি = চিন্তাভাবনাহীন অলস অকর্মণ্য হৃষ্টপুষ্ট ব্যক্তি। (খোদার নামে ছেড়ে দেয়া এমন অর্থে ব্যবহার হয়)
0
Updated: 2 months ago
‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 1 month ago
A
বিরাট আয়োজন
B
সৌভাগ্য লাভ
C
সৌভাগ্যের বিষয়
D
আনন্দের প্রাচুর্য
‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ- ‘আনন্দের প্রাচুর্য’, ‘এলাহি কান্ড’ বাগধারাটির অর্থ- ‘বিরাট আয়োজন’, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ- সৌভাগ্যের বিষয়।
0
Updated: 1 month ago