Who wrote Ode to a Nightingale?
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What role does imagination play in Keats’s plan for Psyche?
Created: 1 month ago
A
It creates a palace of gold
B
It serves as a priest and temple
C
It destroys old gods
D
It hides pain of death
কিটস বলেন, তিনি নিজের কল্পনাকে পুরোহিত হিসেবে ব্যবহার করবেন। তাঁর মন হবে সাইকি দেবীর মন্দির। এখানে ফুল, নদী, পাখি, আলো—সবকিছু কল্পনা দ্বারা সৃষ্টি হবে। কল্পনার শক্তিকে তিনি পূজা ও আরাধনার রূপ দেন।

0
Updated: 1 month ago
John Keats wrote _____
Created: 2 months ago
A
Ode to the West Wind
B
Ode on a Grecian Urn
C
Tintern Abbey
D
The Ancient Mariner
The correct answer is: খ) Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn
-
এটি ইংরেজি Romantic period-এর বিখ্যাত কবি John Keats (1795-1821) রচিত একটি বিখ্যাত কবিতা।
-
১৮২০ সালে প্রকাশিত এই কবিতায় কবি একটি গ্রীক মৃৎপাত্র (urn)-এর চিত্রকল্পের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের চিরন্তন সম্পর্ক তুলে ধরেছেন।
-
কবিতাটি মোট ৫টি স্তবক (stanza) নিয়ে গঠিত।
-
বিখ্যাত সমাপ্তি দুটি পঙক্তি:
“Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.”
Other Options বিশ্লেষণ:
ক) Ode to the West Wind — Percy Bysshe Shelley-রচিত।
গ) Tintern Abbey — William Wordsworth-রচিত।
ঘ) The Ancient Mariner — Samuel Taylor Coleridge-রচিত।
John Keats পরিচিতি:
-
তিনি “Poet of Beauty” নামে পরিচিত।
-
তার কবিতায় জীবনের সংক্ষিপ্ততা, সৌন্দর্যের চিরস্থায়িত্ব এবং কল্পনার জগৎ ফুটে ওঠে।
-
Keats-এর বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
La Belle Dame Sans Merci
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
(Source: Britannica)

0
Updated: 2 months ago
What is the central paradox of “Ode on Melancholy”?
Created: 1 month ago
A
Beauty gives birth to sorrow
B
Pain and joy are separate
C
Death is eternal happiness
D
Melancholy destroys imagination
কিটস দেখান, সৌন্দর্য ও আনন্দ ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এ কারণে সৌন্দর্যের ভেতর থেকেই দুঃখ জন্ম নেয়। এটাই কবিতার মূল paradox।

1
Updated: 1 month ago