নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
A
শরতের শিশির
B
দুধের মাছি
C
সুখের পায়রা
D
নিরেট বোকা
উত্তরের বিবরণ
এই প্রশ্নে চারটি বাগধারার মধ্যে তিনটির অর্থ শুভ বা ইতিবাচক, কিন্তু একটি নেতিবাচক অর্থ প্রকাশ করে। তাই ‘নিরেট বোকা’ বাগধারাটি এখানে ভিন্নার্থক।
‘নিরেট বোকা’ বলতে বোঝায় সম্পূর্ণ মূর্খ বা অজ্ঞান ব্যক্তি, যার চিন্তাশক্তি প্রায় নেই।
‘শরতের শিশির’ বোঝায় স্বচ্ছ, কোমল ও পবিত্র কিছু।
‘দুধের মাছি’ মানে এমন ব্যক্তি, যে অনুপযুক্ত স্থানে থেকে পরিবেশ নষ্ট করে।
‘সুখের পায়রা’ বোঝায় আনন্দ বা শুভ সংবাদবাহককে।
তিনটি বাগধারাই ইতিবাচক অর্থ প্রকাশ করে, কিন্তু ‘নিরেট বোকা’ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়ায় এটি ভিন্নার্থক বাগধারা।
0
Updated: 8 hours ago
নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
Created: 1 month ago
A
বকধার্মিক-বিড়াল তপস্বী
B
মণিকাঞ্চন যোগ-সোনায় সোহাগা
C
ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
D
অন্ধের যষ্টি-অন্ধের নড়ি
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।
0
Updated: 1 month ago
'গাছপাথর' বাগধারাটির অর্থ-
Created: 2 months ago
A
ভূমিকা করা
B
হিসাব-নিকাশ
C
অসম্ভব বস্তু
D
বাড়াবাড়ি করা
'গাছপাথর' বাগ্ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago