‘উগ্র’ শব্দের বিপরীতার্থক কোনটি?
A
চপল
B
মেজাজ
C
বিজ্ঞ
D
সৌমা
উত্তরের বিবরণ
‘উগ্র’ শব্দটি এমন একটি বিশেষণ যা দ্বারা তীব্রতা, ক্রোধ বা কঠোর স্বভাব বোঝানো হয়। এর বিপরীতে যে শব্দটি শান্ত, কোমল বা নম্র স্বভাব প্রকাশ করে, সেটিই এর প্রকৃত বিপরীতার্থক। তাই সঠিক উত্তর ‘সৌম্য’।
‘উগ্র’ অর্থে বোঝায় তেজস্বী, রুক্ষ বা কঠোর স্বভাবের ব্যক্তি বা আচরণ।
‘সৌম্য’ শব্দটি বোঝায় নম্র, শান্ত, কোমল বা মৃদু প্রকৃতির মানুষ।
এ দুটি শব্দের অর্থ সম্পূর্ণ বিপরীত, তাই একে অপরের বিপরীতার্থক।
অন্য বিকল্প ‘চপল’ মানে অস্থির, ‘মেজাজ’ মানে মনোভাব, আর ‘বিজ্ঞ’ মানে জ্ঞানী—যা কোনোটিই ‘উগ্র’-এর বিপরীত নয়।
0
Updated: 9 hours ago
ঐহিক এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ঈদৃশ
B
পারত্রিক
C
মাঙ্গলিক
D
আকস্মিক
ঐহিক’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো পারত্রিক। একইভাবে কিছু গুরুত্বপূর্ণ শব্দের বিপরীত ও অর্থ নিচে দেওয়া হলো:
• ‘ঈদৃশ’ শব্দের বিপরীত শব্দ হলো তাদৃশ।
• ‘আকস্মিক’ শব্দের বিপরীত হলো চিরন্তন।
• ‘মাঙ্গলিক’ শব্দের অর্থ হলো মাঙ্গল্যদ্রব্য; কল্যাণকর।
আরও কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• উদ্ধত - বিনীত
• ভীরু - নির্ভীক
• জঙ্গম - স্থাবর
• ঢালু - সমান
• উদ্যত - বিরত
• ঐহলৌকিক/ইহলৌকিক - পারলৌকিক
0
Updated: 1 month ago
১৮) 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 2 months ago
A
কোমল
B
উগ্র
C
কঠিন
D
বিরাগী
বিপরীতার্থক শব্দসমূহ
-
সৌম্য → উগ্র
-
দুরন্ত → শান্ত
-
কোমল → কঠিন / কঠোর
-
অনুরাগী → বিরাগী
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
শান্ত
B
আকাঙ্ক্ষা
C
প্রসারণ
D
কুঞ্চিত
আকুঞ্চন /বিশেষ্য পদ/ একটু কুঁকড়ানো, সঙ্কোচন।
0
Updated: 1 month ago