Which poem is about a painter’s life?
A
Andrea del Sarto
B
My Last Duchess
C
Fra Lippo Lippi
D
Rabbi Ben Ezra
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is the tone of Lippo’s voice in the poem?
Created: 1 month ago
A
Calm and serene
B
Playful, ironic, and passionate
C
Solemn and tragic
D
Indifferent and cold
পুরো কবিতায় Lippo-র কণ্ঠ বিদ্রূপ, হাস্যরস, আবেগ ও বিদ্রোহে ভরা। কখনো সে ব্যঙ্গ করে, কখনো রসিকতা করে, আবার কখনো আবেগে ফেটে পড়ে। এই স্বর Dramatic Monologue-কে জীবন্ত করেছে।

1
Updated: 1 month ago
What Latin word does Lippo jokingly remember as the only he learned?
Created: 1 month ago
A
Deus
B
Amo
C
Vita
D
Gloria
Fra Lippo বলে—“Flower o’ the clove. All the Latin I construe is, ‘amo’ I love!” এখানে সে ব্যঙ্গ করে জানায় যে মঠে তাকে লাতিন শেখানো হয়েছিল, কিন্তু সে শিখেছে কেবল ভালোবাসার শব্দ “Amo।” এটি তার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতীক। চার্চ চাইত সে আধ্যাত্মিকতা শিখুক, কিন্তু তার মন পড়েছিল দেহ, ভালোবাসা ও জীবনের বাস্তবতায়।
“Amo” শব্দটি তাই Lippo-র বাস্তববাদী ও মানবপ্রেমী শিল্পদর্শনের প্রতীক হয়ে ওঠে। ব্রাউনিং এখানে কৌতুক ও ব্যঙ্গ মিশিয়ে চার্চশিক্ষার সীমাবদ্ধতা দেখিয়েছেন।

1
Updated: 1 month ago
What was the common people’s reaction to Lippo’s early frescoes?
Created: 1 month ago
A
They rejected it as sinful
B
They admired the lifelike figures
C
They ignored it
D
They destroyed it immediately
লিপ্পো যখন প্রথম মঠের দেয়ালে মানুষের ছবি আঁকলো, সাধারণ দর্শকরা তাতে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেল। তারা বলত—“That’s the very man! Look at the boy who stoops to pat the dog!” এই প্রতিক্রিয়া দেখায় যে শিল্পের সত্যিকারের শক্তি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ায়। সাধু বা স্বর্গীয় কল্পনা নয়, বরং প্রতিবেশী গরিব, পাপী, শিশু—এই সব মুখ দেখে তারা বিস্মিত হতো। এর মধ্যেই রেনেসাঁস শিল্পের বিপ্লব: জীবনের প্রতিচ্ছবি।

0
Updated: 1 month ago