শুদ্ধ বাক্য কোনটি?
A
রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব।
B
তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব।
C
আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব।
D
তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাব।
উত্তরের বিবরণ
বাক্যগঠনে সর্বনাম বা নামপদের সঠিক ক্রম বজায় রাখা গুরুত্বপূর্ণ, কারণ এতে ভাষার শুদ্ধতা ও অর্থের স্পষ্টতা প্রকাশ পায়। বাংলায় সাধারণত তৃতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ, এবং প্রথম পুরুষ এই ক্রমে নামপদ ব্যবহার করা হয়।
তৃতীয় পুরুষ বোঝায় যার কথা বলা হচ্ছে, যেমন—রফিক।
দ্বিতীয় পুরুষ বোঝায় যার সঙ্গে কথা বলা হচ্ছে, যেমন—তুমি।
প্রথম পুরুষ বোঝায় যিনি কথা বলছেন, যেমন—আমি।
এই ক্রমানুসারে বাক্যটি হবে—“রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব।”
অন্য বিকল্পগুলিতে এই নিয়ম ভঙ্গ হয়েছে, তাই সেগুলো ভুল।
0
Updated: 9 hours ago
শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
Created: 1 month ago
A
আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
B
ক্ষমা একটি মহানগুণ।
C
সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
D
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
-
অন্যান্য অশুদ্ধ ও শুদ্ধ বাক্যসমূহ:
-
অশুদ্ধ: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
শুদ্ধ: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। -
অশুদ্ধ: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
শুদ্ধ: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই। -
অশুদ্ধ: ক্ষমা একটি মহানগুণ।
শুদ্ধ: ক্ষমা একটি মহৎ গুণ।
-
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী
0
Updated: 2 months ago
'কাঙাল' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
কাঙালনী
B
কাঙালিনি
C
কাঙালইনী
D
কাঙালনি
স্ত্রীবাচক রূপ নির্ণয়
-
কিছু শব্দের সঙ্গে ‘ইনী’ প্রত্যয় যুক্ত করে তাদের স্ত্রীবাচক রূপ তৈরি করা হয়।
-
উদাহরণ:
-
কাঙাল → কাঙালিনী / কাঙালিনী
-
গোয়ালা → গোয়ালিনী
-
বাঘ → বাঘিনী
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago