‘বেলা অবেলা কালবেলা’- লেখক-
A
সুকান্ত ভট্টাচার্য
B
জীবনানন্দ দাশ
C
কাজী নজরুল ইসলাম
D
সিকান্দার আবু জাফর
উত্তরের বিবরণ
‘বেলা অবেলা কালবেলা’ কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ, যিনি বাংলা আধুনিক কবিতার অন্যতম প্রধান কবি। তাঁর কবিতায় প্রকৃতি, সময় ও মানবজীবনের গভীর দর্শন ফুটে ওঠে।
বেলা অবেলা কালবেলা গ্রন্থে কবি জীবনের অনিত্যতা, সময়ের প্রবাহ ও অস্তিত্বের দ্বন্দ্ব তুলে ধরেছেন।
জীবনানন্দ দাশ (১৮৯৯–১৯৫৪) “নির্জনতার কবি” নামে পরিচিত।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, ঝরাপালক, বনলতা সেন, রূপসী বাংলা, এবং মহাপৃথিবী।
তাঁর কবিতায় প্রকৃতি ও মানুষের সম্পর্ক, সময়ের ক্ষয় এবং মৃত্যুর দর্শন বিশেষভাবে প্রতিফলিত।
বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশকে আধুনিকতার পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়।
0
Updated: 10 hours ago
'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
Created: 1 month ago
A
শশাঙ্কদেবের
B
লক্ষ্মণ সেনের
C
যশোবর্মনের
D
হর্ষবর্ধনের
জয়দেব ছিলেন বার’শ শতকের এক খ্যাতনামা সংস্কৃত ভাষার কবি। তাঁকে নিয়ে বিভিন্ন মত থাকলেও তাঁর সাহিত্যকীর্তি ও অবদান ভারতীয় সাহিত্যে বিশেষভাবে স্মরণীয়।
-
তাঁর জন্মস্থান নিয়ে বিতর্ক আছে। অধিকাংশের মতে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয়নদের তীরবর্তী কেন্দুবিল্ব বা কেঁদুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তবে কেউ কেউ তাঁকে মিথিলা বা উড়িষ্যার অধিবাসী বলেও মনে করেন।
-
তিনি বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম সদস্য ছিলেন।
-
পঞ্চরত্নের অন্য চারজন কবি হলেন—
১. গোবর্ধন আচার্য
২. শরণ
৩. নধোয়ী
৪. উমাপতিধর -
অনেকের মতে, তিনি কিছু সময় উৎকলরাজের সভাপণ্ডিত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
-
বাংলার সাহিত্য ইতিহাসে তাঁকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়।
-
তাঁর শ্রেষ্ঠ কাব্য ‘গীতগোবিন্দম্’, যেখানে রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে পদ রচনা করা হয়েছে। এটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে স্বীকৃত।
-
এই কাব্যে মোট ১২ সর্গ, ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীত রয়েছে।
0
Updated: 1 month ago
'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা-
Created: 4 months ago
A
লালন শাহ
B
সিরাজ সাঁই
C
মদন বাউল
D
পাগলা কানাই
‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ — এই প্রসিদ্ধ গানটির রচয়িতা ছিলেন বাউল সম্রাট খ্যাত লালন শাহ্।
লালন শাহ্ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
লালন শাহ্ (১৭৭২-১৮৯০) বাউল সাধনার অন্যতম প্রধান গুরু এবং বাউল সঙ্গীতের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক হিসেবে পরিচিত।
-
তিনি ১১৭৯ বঙ্গাব্দের ১লা কার্তিকে (১৭৭২ খ্রিস্টাব্দ) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
মতান্তরে, কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে তাঁর জন্মসূত্র।
-
লালন শাহ্ জাতিভেদের ধার্মিক ও সামাজিক বিভাজনকে কখনো মানতেন না। তিনি একথা স্পষ্ট করেছিলেন তাঁর গানে:
‘সব লোকে কয় লালন কি জাত সংসারে,
লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।’
অর্থাৎ, মানবজাতির মধ্যে জাতপাতের কোনো প্রকৃত বৈষম্য নেই।
লালন শাহ্ এর জনপ্রিয় অন্যান্য গানসমূহ:
-
‘বাড়ির কাছে আরশী নগর’
-
‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
-
‘মিলন হবে কত দিনে’
-
‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’
-
‘তিন পাগলের মেলা’
-
‘সময় গেলে সাধন হবে না’
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 4 months ago
'আবোল-তাবোল' কার লেখা?
Created: 4 months ago
A
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
B
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
C
সুকুমার রায়
D
সত্যজিৎ রায়
'আবোল-তাবোল'-এর রচয়িতা সুকুমার রায়
বাংলা শিশুসাহিত্যের এক অনন্য নাম সুকুমার রায়। তিনি ১৮৮৭ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত শিশুসাহিত্যিক, সংগীতজ্ঞ ও প্রযুক্তিনিপুণ ব্যক্তিত্ব। এই বিশিষ্ট রায় পরিবারের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে।
সুকুমার রায় শুধু একজন কবিই নন, ছিলেন ব্যঙ্গ-রসিকতার এক নিপুণ কারিগর। তাঁর পুত্র সত্যজিৎ রায় পরবর্তীতে বিশ্বখ্যাত চলচ্চিত্রকার হিসেবে অস্কার লাভ করেন।
সাহিত্যকর্মসমূহ:
সুকুমার রায়ের সাহিত্যকর্ম মূলত কিশোর ও শিশু পাঠকদের জন্য হলেও প্রাপ্তবয়স্করাও তাঁর রচনায় বিমোহিত হন।
কবিতা সংকলন:
-
আবোল-তাবোল (ব্যঙ্গ ও কল্পনাপ্রবণ ছড়ার এক অমর সংকলন)
-
খাই খাই (খাবার নিয়ে মজার ছড়াসমূহ)
গল্প ও সংকলন:
-
হযবরল – এক স্বপ্নময় ও রহস্যঘেরা গল্প
-
পাগলা দাশু – কৌতুক ও ব্যঙ্গ-রসের সংমিশ্রণে ভরপুর একটি গল্প সংকলন
নাট্যকর্ম:
-
চলচিত্তচঞ্চরী – সমাজ ও মনস্তত্ত্বভিত্তিক নাটক
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
অবাক জলপান
-
লক্ষণের শক্তিশেল
-
হেশোরাম হুশিয়ারের ডায়েরি
-
ঝালাপালা ও অন্যান্য নাটক
-
বহুরূপী
সুকুমার রায়ের সাহিত্যকর্মে রস, ছন্দ, ব্যঙ্গ ও কল্পনার এক অপরূপ মিশ্রণ রয়েছে যা বাংলা সাহিত্যে আজও সমানভাবে প্রাসঙ্গিক ও প্রিয়।
উৎস:
ড. সৌমিত্র শেখর সম্পাদিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা গ্রন্থ এবং ‘হ-য-ব-র-ল’ গ্রন্থের ভূমিকা।
0
Updated: 4 months ago