ইতিহাস রচনা করেন যিনি-
A
ইতিহাস লেখক
B
ঐতিহাসিক
C
ইতিহাসবেত্তা
D
ঐতিহাসিকতা
উত্তরের বিবরণ
ইতিহাস রচনা বা গবেষণার কাজ যিনি করেন, তাঁকেই বলা হয় ঐতিহাসিক। তিনি অতীতের ঘটনা, সমাজব্যবস্থা, সংস্কৃতি ও রাজনৈতিক পরিবর্তনের বিশ্লেষণ করে ইতিহাস তৈরি করেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান দলিল হিসেবে কাজ করে।
ঐতিহাসিক শব্দটি এসেছে ‘ঐতিহাসিকতা’ শব্দ থেকে, যার অর্থ ইতিহাসসংক্রান্ত বা ইতিহাসের সাথে যুক্ত বিষয়।
ইতিহাস লেখক সাধারণত ইতিহাস লিখতে পারেন, কিন্তু তিনি সবসময় গবেষক নন।
ইতিহাসবেত্তা হলেন ইতিহাস বিষয়ে গভীর জ্ঞানসম্পন্ন ব্যক্তি, যিনি ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু নিজে ইতিহাস রচনা নাও করতে পারেন।
অন্যদিকে, ঐতিহাসিকতা কোনো ব্যক্তিকে নয়, বরং ইতিহাসের বৈশিষ্ট্য বা গুণকে বোঝায়।
0
Updated: 10 hours ago
‘শুভক্ষণে জন্ম যার’- এক কথায় কী হবে?
Created: 2 months ago
A
ক্ষণজন্মা
B
শুভজন্মা
C
জন্মাধীর
D
শুভজন্মকাল
শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা। ক্ষণজন্মা শব্দের অর্থ - শুভ মুহূর্তে জাত,ভাগ্যবান ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
0
Updated: 2 months ago
যে নারীর হাসি পবিত্র তাকে কী বলে?
Created: 1 month ago
A
সুচিস্মিতা
B
শুচিস্মিতা
C
সুহাসিনী
D
সুহাস্য
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
0
Updated: 1 month ago
'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ কী?
Created: 2 months ago
A
কম্পিত
B
কম্পন
C
আধুত
D
স্পন্দিত
ইষৎ” এর এক কথায় প্রকাশ
-
ইষৎ কম্পিত → আধুত
-
ইষৎ রক্তবর্ণ → আরক্ত
-
ইষৎ উষ্ণ → কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ → নীলাভ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago