নিরক্ষীয় তল
থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?নিরনির
A
১৮০°
B
৩৬০°
C
৯০°
D
০°
উত্তরের বিবরণ
নিরক্ষীয় তল
(Equatorial
plane) পৃথিবীর মাঝ
বরাবর একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। নিরক্ষরেখা
থেকে উত্তর বা দক্ষিণ মেরু পর্যন্ত অক্ষাংশের দূরত্ব ৯০° হয়। অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর
মেরু পর্যন্ত কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ হলো ৯০° উত্তর অক্ষাংশ (90° N)।
0
Updated: 10 hours ago
ANZUS- সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
Created: 2 months ago
A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট
0
Updated: 2 months ago
’পিরামিড অব দ্য সান’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
মেক্সিকো
B
মিশর
C
দক্ষিণ সুদান
D
ব্রাজিল
মেক্সিকোর প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো পিরামিড অব দ্য সান, যা ইতিহাস ও প্রত্নতত্ত্বের দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। এটি বিশ্বের অন্যতম পরিচিত পিরামিড স্থাপনা।
-
পিরামিড অব দ্য সান: মেক্সিকো সিটি থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত।
-
এটি মহাশক্তিশালী অ্যাজটেক সভ্যতার বৃহত্তম পিরামিড।
-
ধারণা করা হয়, খ্রিস্ট জন্মের প্রায় ১০০ বছর পর এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল।
অন্যদিকে,
-
সর্বাধিক পিরামিডের দেশ হলো সুদান।
-
বিশ্বের পিরামিডগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ হলো মেক্সিকোর পিরামিড অব দ্য সান এবং পিরামিড অব দ্য মুন, যেগুলো বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তত্ত্বাবধানে রয়েছে।
-
পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হলো গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড, যা মিসরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত।
উৎস:
0
Updated: 1 month ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 2 months ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট
0
Updated: 2 months ago