ঢাকা থেকে
পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫°। ঢাকার সময় মধ্যাহ্ন ১২:০০ টা
হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-
A
সকাল ০৯:০০ টা
B
বিকাল ০৩:০০ টা
C
সন্ধ্যা ০৬:০০ টা
D
রাত ০৯:০০ টা
উত্তরের বিবরণ
পৃথিবী প্রতি ২৪ ঘণ্টায় ৩৬০° ঘূর্ণন সম্পন্ন করে। অর্থাৎ, ১ ঘণ্টায় ঘূর্ণন = ১৫°। সুতরাং, প্রতি ১৫° দ্রাঘিমার পার্থক্য = ১ ঘণ্টা সময়ের পার্থক্য। প্রশ্নে বলা হয়েছে, ঢাকা থেকে পূর্ব দিকে ৪৫° দ্রাঘিমার পার্থক্য। তাহলে সময়ের পার্থক্য হবে - ৪৫°÷১৫°=৩ঘণ্টা। যেহেতু স্থানটি ঢাকার পূর্বে, সূর্য ঐ স্থানে আগে উদয় হয়, অর্থাৎ সেখানে সময় ঢাকার চেয়ে ৩ ঘণ্টা এগিয়ে। তাহলে, ঢাকায় সময় যদি হয় ১২:০০ দুপুর, তবে ঐ স্থানে সময় হবে ১২:০০ + ৩ ঘণ্টা = বিকাল ০৩:০০ টা।
0
Updated: 10 hours ago