আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি
আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
A
উদারবাদ
B
বাস্তববাদ
C
মার্ক্সবাদ
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
উদারবাদ (Liberalism) আন্তর্জাতিক
সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা বিশ্বাস করে- রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, পারস্পরিক
নির্ভরতা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই তত্ত্ব
অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন জাতিসংঘ (UN), আন্তর্জাতিক
মুদ্রা তহবিল (IMF), বিশ্বব্যাংক (World
Bank), বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) ইত্যাদি
রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাত কমিয়ে সহযোগিতা বৃদ্ধি করে।
উদারবাদ মনে করে-
ü মানুষ ও রাষ্ট্র উভয়ই যুক্তিবাদী (rational) সত্তা, যারা সংঘাত নয় বরং পারস্পরিক স্বার্থে
কাজ করতে চায়।
ü আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আইন শান্তি
ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর।
ü উদাহরণস্বরূপ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (UN Peacekeeping Operations) আন্তর্জাতিক সহযোগিতার একটি বাস্তব
প্রতিফলন।
বাস্তববাদ (Realism): বিশ্বাস করে আন্তর্জাতিক রাজনীতি
ক্ষমতার লড়াই; রাষ্ট্রই প্রধান, প্রতিষ্ঠান নয়।
মার্ক্সবাদ (Marxism): আন্তর্জাতিক রাজনীতিকে অর্থনৈতিক
শ্রেণিসংঘর্ষ হিসেবে দেখে, যেখানে প্রতিষ্ঠানগুলো মূলত পুঁজিবাদী স্বার্থ রক্ষা
করে।
0
Updated: 10 hours ago
'অপারেশন ডেজার্ট ফক্স' কোন দেশের উপর চালানো হয়?
Created: 1 month ago
A
ইরাক
B
কুয়েত
C
সিরিয়া
D
আফগানিস্তান
অপারেশন ডেজার্ট ফক্স হলো ১৯৯৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বারা ইরাকের লক্ষ্যবস্তুতে পরিচালিত চার দিনের বোমা অভিযান।
-
পরিচালক: মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট
-
কারণ: জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সাথে সহযোগিতা না করার জন্য সাদ্দাম হোসেনের ক্রমাগত অস্বীকৃতি
-
হামলার সময়কাল: চার দিন
-
ব্যবহারকৃত অস্ত্র: এক হাজারেরও বেশি বোমা এবং ক্রুজ মিসাইল
-
লক্ষ্য: ইরাকের শতাধিক স্থাপনা
0
Updated: 1 month ago
উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি ৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
Created: 11 hours ago
A
১০৫
B
১১৫
C
১২৫
D
১৩৪
উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক জোট জি-৭৭ (G-77) বর্তমানে ১৩৪টি দেশ নিয়ে গঠিত। যদিও এর নামকরণ করা হয়েছিল যখন সদস্য দেশ ছিল মাত্র ৭৭টি, পরবর্তীতে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩৪-এ পৌঁছেছে। এর সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান, এবং সংগঠনটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 11 hours ago
ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
Created: 1 month ago
A
জার্মানি
B
রাশিয়া
C
শ্রীলংকা
D
যুক্তরাষ্ট্র
FSB (The Federal Security Service) হলো রাশিয়ার প্রধান গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা। এটি সোভিয়েত সময়ে KGB (Committee for State Security) নামে পরিচিত ছিল।
সংগঠনের ইতিহাস ও কার্যক্রম:
-
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর, ১৯৯৪-৯৫ সালে সংস্থার নাম হয় Federal Counterintelligence Service (FSK)।
-
বর্তমানে FSB রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল আইন ভঙ্গ সংক্রান্ত তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।
-
এটি ইউরোপের বৃহত্তম নিরাপত্তা সংস্থা হিসেবে বিবেচিত।
-
কেন্দ্রীয় দপ্তর: মস্কোর লুবিয়ানকা স্কোয়ার, যা আগে KGB সদর দপ্তর হিসেবে পরিচিত ছিল।
অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা:
-
শ্রীলঙ্কা: National Intelligence Bureau (NIB)
-
যুক্তরাজ্য: SIS/MI6 (Secret Intelligence Service and Military Intelligence, Section 6)
-
ইসরায়েল: MOSSAD
উৎস:
0
Updated: 1 month ago