শুদ্ধ বানান-
A
আশক্তি
B
আযক্তি
C
আসক্তী
D
আসক্তি
উত্তরের বিবরণ
‘আসক্তি’ শব্দটি সংস্কৃত উৎসজাত এবং এর অর্থ হলো প্রবল টান বা অনুরাগ। এটি শুদ্ধ বানান হিসেবে ব্যবহৃত হয় কারণ এর গঠন ভাষাগতভাবে নির্দিষ্ট নিয়ম মেনে চলে।
আসক্তি শব্দে ‘ক্তি’ প্রত্যয়টি যুক্ত হয়েছে ক্রিয়াধাতু ‘সজ্’ (আসক্ত হওয়া) থেকে, যেখানে দীর্ঘ ‘ঈ’ যোগ হয় না।
‘আসক্তী’ লেখা ভুল, কারণ বাংলা বানানরীতি অনুযায়ী ‘ক্তি’ শেষে দীর্ঘ স্বর থাকে না।
‘আযক্তি’ ও ‘আশক্তি’ উভয়ই অর্থ ও উচ্চারণে বিকৃত রূপ, যা প্রমিত বানান নয়।
সুতরাং, শুদ্ধ বানান হলো ‘আসক্তি’, যার অর্থ কোনো কিছুতে প্রবল অনুরাগ বা টান থাকা।
0
Updated: 10 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
মনীষী
B
মনিষি
C
মনীষি
D
মনিষী
শুদ্ধ বানান: মনীষী।
• মনীষী (বিশেষণ পদ),
-এটি একটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: মনীষা+ইন্।
অর্থ:
- তীক্ষ্ণধী,
- বিদ্বান,
- প্রতিভাসম্পন্ন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago
‘দারোগা‘ শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
হিন্দি
B
ফারসি
C
আরবি
D
উর্দু
দারোগা শব্দের অর্থ হলো থানার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মচারী; পুলিশের ইন্সপেক্টর বা সাবইন্সপেক্টর।
উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২২ সংস্করণ) অনুসারে দারোগা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। তবে এ ক্ষেত্রে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান প্রদত্ত তথ্য অধিক গ্রহণযোগ্য।
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 months ago
A
মুহুর্ত
B
মূহুর্ত
C
মুহূর্ত
D
মুহূর্তূ
এখানে বানানটির শুদ্ধ রুপ হল - মুহূর্ত
0
Updated: 2 months ago