বিরাম চিহ্নের অপর নাম-
A
ছেদ চিহ্ন
B
স্থির চিহ্ন
C
বিশ্রাম চিহ্ন
D
বিভাজন চিহ্ন
উত্তরের বিবরণ
বিরাম চিহ্নকে বাংলায় ছেদ চিহ্নও বলা হয়। এটি বাক্যের অর্থ পরিষ্কার করতে এবং পাঠে স্বচ্ছতা আনতে ব্যবহৃত হয়।
• বিরাম চিহ্ন শব্দটি এসেছে “বিরাম” অর্থাৎ থামা বা বিরতি থেকে, তাই এর আরেক নাম ছেদ চিহ্ন।
• এটি লেখার গতি নিয়ন্ত্রণ করে এবং বাক্যের বিভিন্ন অংশ আলাদা করে বোঝায়।
• বাংলা ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নের প্রয়োগকে জনপ্রিয় করেন, যা আধুনিক গদ্যরীতিতে শৃঙ্খলা আনে।
• আজকের প্রমিত বাংলা লেখায় যেমন কমা, পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হয়—এসবই বিরাম বা ছেদ চিহ্নের অন্তর্ভুক্ত।
0
Updated: 10 hours ago
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
Created: 1 month ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
প্যারীচাঁদ মিত্র
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। এ গ্রন্থে তিনি জ্যোতিবা বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন।
0
Updated: 1 month ago
বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
বাক্য সংকোচনের জন্য
B
বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
C
বাক্যের সৌন্দর্যের জন্য
D
বাক্য অলংকৃত করার জন্য
বিরাম চিহ্ন ব্যবহার হয় বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। আমরা যখন কথা বলি তখন সবগুলো বাক্য একযোগে না বলে থেমে থেমে বলি। অনেক সময় আবেগ প্রকাশ করি।
কিন্তু বাক্য লিখে প্রকাশ করার সময় বিরতি ও আবেগ নির্দেশ করতে যতিচিহ্নের প্রয়োজন হয়। বাক্যে যতিচিহ্নের অশুদ্ধ ব্যবহার ক্ষেত্রবিশেষে অর্থবিকৃতি ঘটাতে পারে।
0
Updated: 1 month ago
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 2 months ago
A
১ বলতে যে সময় লাগে
B
১ বলার দ্বিগুণ সময়
C
১ সেকেন্ড
D
২ সেকেন্ড
বাক্যে সেমিকোলন (;) থাকলে ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়। তাছাড়া কমা (,) ১ বলতে যে সময় প্রয়োজন; দাঁড়ি (।), জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময়সূচক চিহ্ন (!), ড্যাস (-), কোলন (:), কোলন ড্যাস (: -) থাকলে ১ সেকেন্ড সময় থামতে হয়।
0
Updated: 2 months ago