‘রবীন্দ্র’- সন্ধি বিচ্ছেদ-
A
রবি + ঈন্দ্র
B
রব। ইন্দ্র
C
রবী ইন্দ্র
D
রবি + ইন্দ্র
উত্তরের বিবরণ
‘রবীন্দ্র’ শব্দটি একটি সন্ধিযুক্ত শব্দ, যা গঠিত হয়েছে দুটি অংশের মিলনে। এখানে রবি ও ইন্দ্র শব্দের সংযোজনে দীর্ঘ স্বর “ঈ” তৈরি হয়েছে, যা ই-কার মিলনের ফলে ঘটে।
-
রবি + ইন্দ্র যুক্ত হয়ে “রবীন্দ্র” শব্দটি গঠিত হয়।
-
এখানে ‘ই’ + ‘ই’ মিলিত হয়ে ‘ঈ’ হয়, যা গুণসন্ধির উদাহরণ।
-
এই ধরনের সন্ধিতে দুই স্বরধ্বনির যোগে একটি দীর্ঘ স্বর উৎপন্ন হয়।
-
উদাহরণ হিসেবে বলা যায়: পরি + ঈক্ষা = পরীক্ষা, অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়।
0
Updated: 10 hours ago
'শিরশ্ছেদ' - শব্দটি কোন সন্ধিতে গঠিত?
Created: 2 months ago
A
স্বর
B
ব্যঞ্জন
C
বিসর্গ
D
নিপাতনে সিদ্ধ
বিসর্গ সন্ধি
-
যখন পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকে এবং পরপদের প্রথমে কোনো ব্যঞ্জনধ্বনি আসে, তখন বিসর্গ পরিবর্তিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
-
নিয়ম অনুযায়ী:
-
যদি পরবর্তী ব্যঞ্জন চ্ বা ছ্ হয় → বিসর্গ হয় শ্
-
যদি পরবর্তী ব্যঞ্জন ট্ বা ঠ্ হয় → বিসর্গ হয় ষ্
-
যদি পরবর্তী ব্যঞ্জন ত্ হয় → বিসর্গ হয় স্
-
অন্যান্য ব্যঞ্জনের সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে উচ্চারিত হয়।
-
উদাহরণ:
-
দুঃ + চিন্তা = দুশ্চিন্তা
-
নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র
-
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
ইতঃ + তত = ইতস্তত
-
মনঃ + তাপ = মনস্তাপ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago
‘রাজ্ঞী’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
রাজ্ + নী
B
রাগ্ + নী
C
রাজ্ + জ্ঞী
D
রাগ্ + জ্ঞী
'রাজ্ঞী' এর সঠিক সন্ধি বিচ্ছেদ রাজ্ + নী। তালব্য অল্পপ্রাণ ধ্বনির পরে নাসিক্য ধ্বনি আসলে নাসিক্য ধ্বনিটিও তালব্য নাসিক্য ধ্বনি হয়। অর্থাৎ, ‘চ/জ’ এর পরে ঙ, ঞ, ণ, ন, ম (নাসিক্য ধ্বনি) থাকলে সেগুলো ‘ঞ’ হয়ে যায়। চ + ন = চ + ঞ, যাচ + না = যাচ্ঞা, রাজ + নী = রাজ্ঞী, জ + ন = জ + ঞ, যজ + ন = যজ্ঞ।
0
Updated: 1 month ago
'ইতস্তত' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ইত + তত
B
ইতঃ + তত
C
ইতঃ + সত
D
ইতসঃ + তত
বিসর্গ সন্ধি হলো এমন এক ধ্বনিগত পরিবর্তন যেখানে পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থেকে গিয়ে পরবর্তী পদের আদ্য ব্যঞ্জনের প্রভাবে নতুন ধ্বনিতে রূপান্তর ঘটে। এর ফলে বিসর্গ পরিবর্তিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
-
বিসর্গের পরে চ্ বা ছ্ এলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্ হয়।
-
বিসর্গের পরে ট্ বা ঠ্ এলে তা পরিবর্তিত হয়ে ষ্ হয়।
-
বিসর্গের পরে ত এলে তা পরিবর্তিত হয়ে স্ হয়।
উদাহরণ:
-
চতুঃ + টয় = চতুষ্টয়
-
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
ইতঃ + তত = ইতস্তত
-
মনঃ + তাপ = মনস্তাপ
0
Updated: 1 month ago