শুদ্ধ বানান-
A
সমিচীন
B
সমীচীন
C
সমিচিন
D
সমীচিন
উত্তরের বিবরণ
শব্দের সঠিক রূপ নির্ধারণে ধ্বনিগত ও ব্যাকরণগত দিকটি গুরুত্ব পায়। এখানে ‘সমীচীন’ শব্দটি সংস্কৃত ‘সমীচীন’ থেকেই আগত, তাই দীর্ঘ ‘ঈ’ বজায় রাখা আবশ্যক।
-
‘সমীচীন’ শব্দের অর্থ হলো যথাযথ, উপযুক্ত বা মানানসই।
-
এটি ‘সম্ + ঈচীন’ ধাতুর সমন্বয়ে গঠিত, যেখানে ‘ঈচীন’ অংশটি দীর্ঘ স্বরধ্বনিসহ উচ্চারিত হয়।
-
বাংলা ভাষায় অনেক শব্দে যেমন উদীচী, প্রতীচী, মনীষী ইত্যাদিতে দীর্ঘ ‘ঈ’ বজায় থাকে।
-
অপর বিকল্পগুলোতে (সমিচীন, সমিচিন, সমীচিন) স্বরধ্বনি বা বর্ণের বিকৃতি ঘটেছে, যা বানানগতভাবে ভুল।
0
Updated: 10 hours ago
নিচের কোনটি প্রমিত বানান নয়?
Created: 2 months ago
A
তৃণ
B
অগ্নিষাৎ
C
ভাষণ
D
উষ্ণ
প্রমিত বাংলা বানান ও ণ-ত্ব / ষ-ত্ব বিধান
১. প্রমিত বানান
-
অগ্নিষাৎ → প্রমিত নয়।
-
সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে সাধারণত ষ নয়।
উদাহরণ:-
অগ্নিসাৎ
-
ধূলিসাৎ
-
ভূমিসাৎ
-
২. ণ-ত্ব বিধান
-
ঋ, র, ষ এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
উদাহরণ:-
ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি
-
৩. মূল নিয়ম
-
তৎসম/সংস্কৃত শব্দে ঋ, র, ষ এর পরে ‘ণ’ লেখা হয়।
-
সমাস বা বিদেশি/দেশি শব্দে এই বিধান প্রয়োগ হয় না।
0
Updated: 2 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
নুনতম
B
ন্যূনতম
C
নুন্যতম
D
নূন্যতম
ন্যূনতম বানানটি শুদ্ধ । এরুপ জ্যোতি ,র্যুঢ় ,ন্যূজ।
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 months ago
A
নিরপরাধী
B
দারিদ্র্যতা
C
স্বার্থকতা
D
প্রাণিকুল
প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্রতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য' । স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।
0
Updated: 2 months ago