জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-
A
কার্টাগোনা প্রটোকল
B
মন্ট্রিল প্রটোকল
C
কিয়াটো প্রটোকল
D
প্যারিস চুক্তি
উত্তরের বিবরণ
কার্টাগোনা প্রটোকল অন বায়োসেফটি (Cartagena Protocol on Biosafety) হলো জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের (Convention on Biological Diversity - CBD) একটি সম্পূরক চুক্তি। এটি গৃহীত হয় ২০০০ সালের ২৯ জানুয়ারি, কার্যকর হয় ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর, এবং সদর দপ্তর অবস্থিত মন্ট্রিয়ল, কানাডায় (Secretariat of the Convention on Biological Diversity)। এর মূল উদ্দেশ্য হলো- জেনেটিক্যালি পরিবর্তিত জীব (Genetically Modified Organisms - GMOs) বা Living Modified Organisms (LMOs)-এর নিরাপদ পরিবহন, ব্যবহার ও স্থানান্তর নিশ্চিত করা যাতে জীববৈচিত্র্য, মানবস্বাস্থ্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়।
0
Updated: 11 hours ago
জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কোথায়? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
জেনেভা, সুইজারল্যান্ড
B
ব্রাসেলস, বেলজিয়াম
C
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
D
প্যারিস, ফ্রান্স
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) আয়োজিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা-তে ৫ আগস্ট ২০২৫ তারিখে, যেখানে প্লাস্টিক দূষণ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে প্রায় ১৮০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং তারা প্লাস্টিক দূষণ কমাতে করণীয় এবং একটি বৈশ্বিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। বৈঠকের সভাপতিত্ব করেছেন ইকুয়েডরের কূটনীতিক লুইস ভায়াস ভালদিভিয়েসো।
• বৈঠকের মূল লক্ষ্য: প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার হ্রাসে একটি বৈশ্বিক বাধ্যতামূলক চুক্তি প্রতিষ্ঠা করা।
• বর্তমানে বছরে প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহারযোগ্য।
• অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) অনুযায়ী, সমস্যার সমাধান না হলে ২০৬০ সালের মধ্যে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ তিনগুণ বৃদ্ধি পেতে পারে।
• UNEP জানিয়েছে, ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্য মাটি ও পানিতে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
0
Updated: 1 month ago