টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
A
জলবায়ু কার্যক্রম
B
মানসম্মত শিক্ষা
C
দারিদ্র বিমোচন
D
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
উত্তরের বিবরণ
জাতিসংঘের (United Nations) ২০১৫
সালের সেপ্টেম্বর মাসে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals - SDGs) হলো ১৭টি বৈশ্বিক লক্ষ্য, যা
২০৩০ সালের মধ্যে অর্জনের লক্ষ্যে নির্ধারিত। এর মধ্যে চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে
“মানসম্মত শিক্ষা” (Quality
Education)। এর উদ্দেশ্য হলো- সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক
ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শিক্ষার সুযোগ বৃদ্ধি করা।
0
Updated: 11 hours ago
সামরিক ঘাঁটি 'জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন' কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
দোহা, কাতার
B
আলাস্কা, যুক্তরাষ্ট্র
C
মস্কো, রাশিয়া
D
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ দেশটির সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এটি আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনা ও প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
-
ঘাঁটিটির মোট আয়তন প্রায় ৬৪ হাজার একর, যা আলাস্কার সামরিক অবকাঠামোর একটি প্রধান অংশ।
-
১৯৫৭ সালে ঘাঁটিটি সর্বাধিক সক্রিয় অবস্থায় ছিল; সে সময়ে এখানে প্রায় ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র, এবং সতর্কীকরণ রাডার সিস্টেম স্থাপন করা হয়েছিল।
-
স্নায়ুযুদ্ধ চলাকালে, এই ঘাঁটিটি সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাকেন্দ্র ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।
-
আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নজরদারি নীতির অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবেও বিবেচিত।
উল্লেখযোগ্যভাবে, ১৫ আগস্ট, ২০২৫ তারিখে এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক গুরুত্ব অর্জন করে।
0
Updated: 1 month ago
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
Created: 2 months ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক সংস্থা
C
পরিবেশ বিষয়ক ফোরাম
D
ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
কমনওয়েলথ (Commonwealth)
-
সংজ্ঞা ও ইতিহাস:
-
অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: লন্ডন
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বোচ্চ জনসংখ্যা: ভারত
-
আয়তনের ভিত্তিতে বৃহত্তম দেশ: কানাডা
-
-
বিশেষ তথ্য:
-
ব্রিটিশ উপনিবেশে না থাকা সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো
-
পাকিস্তান: ১৯৭২ সালে ত্যাগ, ১৯৮৯ সালে পুনরায় যোগ
-
দক্ষিণ আফ্রিকা: ১৯৬১ সালে ত্যাগ, ১৯৯৪ সালে পুনরায় যোগ
-
বাংলাদেশ: ১৯৭২ সালে যোগ, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
উৎস: Commonwealth ওয়েবসাইট
0
Updated: 2 months ago
লিবিয়ার রাজধানীর নাম কী?
Created: 2 months ago
A
সাবহা
B
বেনগাজি
C
আল-বায়দা
D
ত্রিপোলি
লিবিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
লিবিয়া উত্তর আফ্রিকাতে অবস্থিত।
-
আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: ত্রিপোলি
-
ভাষা: আরবি (সরকারি); এছাড়াও ইতালীয় ও ইংরেজি
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: ইসলাম (সুন্নি); এছাড়াও খ্রিস্টধর্ম
-
মুদ্রা: লিবিয়ান দিনার
-
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago