সিয়াচেন হিমবাহ (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
A
ভারত ও চীন
B
নেপাল ও চীন
C
পাকিস্তান ও চীন
D
ভারত ও পাকিস্তান
উত্তরের বিবরণ
সিয়াচেন
হিমবাহ হলো বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ (দক্ষিণ মেরুর বাইরে) এবং এর দৈর্ঘ্য
প্রায় ৭৬ কিলোমিটার। এটি অবস্থিত কারাকোরাম পর্বতমালার পূর্ব অংশে, যেখানে ভারত ও পাকিস্তানের
নিয়ন্ত্রণ রেখা (Line of Control - LOC) শেষ হয়। যদিও ভৌগোলিকভাবে এটি ভারতের প্রশাসনিক
নিয়ন্ত্রণে, পাকিস্তানও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের
দাবি জানিয়ে আসছে। এই হিমবাহের কৌশলগত গুরুত্ব অনেক, কারণ এটি কাশ্মীর সংঘাতের
কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হিসেবেও পরিচিত।
ভারত ১৯৮৪ সালে “অপারেশন মেঘদূত” পরিচালনা করে এই অঞ্চল দখল করে নেয়।
0
Updated: 11 hours ago
নিম্নের কোন সংগঠনটি FAO এর সদস্য হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
EU
B
SAARC
C
AU
D
NATO
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে
0
Updated: 1 month ago
আল উদেইদ সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
বাহারাইন
B
কুয়েত
C
কাতার
D
ওমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেইদ (Al Udeid) সামরিক ঘাঁটি, যা কাতারে অবস্থিত।
মূল তথ্য:
-
অবস্থান: দোহার দক্ষিণ-পশ্চিম, কাতার
-
গড়ে তোলা: ১৯৯৬ সালে, মরুভূমি অঞ্চলে ২৪ হেক্টর এলাকা
-
কাজের ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) সদর দপ্তর
-
গুরুত্বপূর্ণ ঘটনা: আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী ইরানবিরোধী অভিযান পরিচালনা করে
-
তাৎপর্য: মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র
উৎস: সিএনএন নিউজ
0
Updated: 2 months ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 2 months ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট
0
Updated: 2 months ago