'বার বিধি' (The Twelve Tables) কী?
A
রোমান আইনের ভিত্তি
B
স্থাপত্যের ১২টি নির্দেশনা
C
ফুটবল খেলার নিয়মাবলি
D
স্থানীয়/ দেশী
উত্তরের বিবরণ
‘বার বিধি’ (The Twelve Tables) ছিল প্রাচীন রোমের প্রথম লিখিত আইনসংগ্রহ, যা খ্রিস্টপূর্ব ৪৫১-৪৫০ অব্দে তৈরি করা হয়। এটি রোমান প্রজাতন্ত্রের (Roman Republic) সামাজিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে বিবেচিত। আইনগুলো বারোটি ব্রোঞ্জের ফলকে খোদাই করা হয়েছিল এবং রোমান ফোরামে (Roman Forum) সর্বসাধারণের দেখার জন্য স্থাপন করা হয়, যেন সব নাগরিক আইন সম্পর্কে অবগত থাকে। এর উদ্দেশ্য ছিল সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নাগরিকদের মধ্যে সমতা বজায় রাখা। এই আইনপরবর্তীকালে ইউরোপের অনেক দেশের বিচারব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে।
0
Updated: 11 hours ago