বৈশিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
A
আইসল্যান্ড
B
জাপান
C
সিংগাপুর
D
সুইজারল্যান্ড
উত্তরের বিবরণ
২০২৩ সালের প্রতিবেদনে আইসল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে। ২০০৮ সাল থেকে আইসল্যান্ড ধারাবাহিকভাবে এই অবস্থান ধরে রেখেছে। দেশটিতে অপরাধের হার অত্যন্ত কম, সামরিক বাহিনী নেই, এবং সামাজিক আস্থা ও সমতা অনেক বেশি - যা শান্তির মূল ভিত্তি হিসেবে কাজ করে। বর্তমানে বাংলাদেশ-১২৩তম।
0
Updated: 11 hours ago
ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল-
Created: 2 months ago
A
লাদাখ
B
কালাপানি
C
কাশ্মীর
D
তিনবিঘা করিডোর
• কালাপানি
-
কালাপানি হলো ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত একটি অঞ্চল, যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত।
-
বর্তমানে এটি ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
-
নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে, যার মধ্যে কিছু অঞ্চল নিয়ে দ্বিপাক্ষিক বিরোধ আছে।
-
বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ ও সুস্তা অন্যতম।
-
অবস্থান: নেপালের উত্তর-পশ্চিম অংশে; দক্ষিণে ভারতের কুমায়ুন, উত্তরে চীনের তিব্বত।
-
এই ভূখণ্ড হলো ভারত, নেপাল ও চীনের সংযোগস্থল।
অন্যান্য উল্লেখযোগ্য সীমান্ত
-
তিন বিঘা করিডোর: বাংলাদেশ ও ভারতের সংযোগ পথ।
-
কাশ্মীর: ভারত ও পাকিস্তান মধ্য অবস্থিত; কিছু অংশ ভারত শাসিত, কিছু পাকিস্তান শাসিত।
উৎস: BBC ও সংশ্লিষ্ট ওয়েবসাইট ✅
0
Updated: 2 months ago
বাইজেন্টাইন সাম্রাজ্য কোন কোন অঞ্চলের উপর বিস্তৃত ছিল?
Created: 2 months ago
A
ইতালি, গ্রীস, তুরস্ক ও উত্তর আফ্রিকা
B
ভারত, চীন ও জাপান
C
জার্মানি, ফ্রান্স ও স্পে
D
রাশিয়া, মিশর ও পারস্য
বাইজেন্টাইন সাম্রাজ্য (Byzantine Empire)
অবস্থানকাল: আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ – ১৪৫৩ খ্রিস্টাব্দ
পতন: ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতিত হয়।
প্রাচীন নাম: সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
৪৭৬ সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালিত হয়।
রাজধানী: কনস্টান্টিনোপল
ভৌগোলিক বিস্তার: ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চল, যার মধ্যে বর্তমান ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা অন্তর্ভুক্ত।
সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান
১৪ শতকে অটোমান তুর্কিরা ধীরে ধীরে দখল শুরু করে এবং ১৪৫৩ সালে পুরো সাম্রাজ্য অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago