কপ-২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
A
শরণার্থীর অধিকার
B
জ্বালানি নিরাপত্তা
C
সমুদ্র সীমানা
D
জলবায়ু পরিবর্তন
উত্তরের বিবরণ
একনজরে ২৮তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন
(COP-28):
পূর্ণ নাম: Conference of
the Parties to the UN Framework Convention on Climate Change (COP-28)
আয়োজক সংস্থা: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)
আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত (UAE)
স্থান: দুবাই, এক্সপো সিটি
সময়কাল: ৩০ নভেম্বর - ১৩ ডিসেম্বর ২০২৩
অংশগ্রহণকারী দেশ: প্রায় ২০০টি দেশ
সভাপতি: সুলতান আল জাবের (Sultan
Al Jaber) - UAE-র শিল্প ও উন্নত
প্রযুক্তি মন্ত্রী এবং ADNOC-এর প্রধান নির্বাহী
মূল উদ্দেশ্য:
ü বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে
সম্মিলিত পদক্ষেপ গ্রহণ
ü কার্বন নিঃসরণ হ্রাস ও নবায়নযোগ্য
জ্বালানি ব্যবহারের প্রসার
ü ক্ষতি ও ক্ষতিপূরণ তহবিল (Loss and Damage Fund) বাস্তবায়ন
ü ২০১৫ সালের প্যারিস চুক্তি (Paris Agreement)-এর অগ্রগতি মূল্যায়ন
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
ü জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে
বন্ধের আহ্বান
ü নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন তিনগুণ
বৃদ্ধি করার লক্ষ্য
ü উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু
তহবিল জোরদার করা
ü প্রথমবারের মতো বৈশ্বিক পর্যায়ে “Global Stocktake” সম্পন্ন হয়, যা প্যারিস চুক্তির লক্ষ্য পূরণের
অগ্রগতি যাচাই করে।
বিশেষ তাৎপর্য:
COP-28 কে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন বলা হয়, কারণ
এতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থায়ন ও দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ
ঐকমত্যে পৌঁছানো হয়।
বাংলাদেশের অর্জন:
এই সম্মেলনে বাংলাদেশ তার ‘লজিক (LoGIC)’ প্রকল্পের
জন্য ‘গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (GCA)’-এর লোকাল লেড অ্যাডাপটেশন (LLA) চ্যাম্পিয়নশিপ
অ্যাওয়ার্ড অর্জন করেছে।
0
Updated: 11 hours ago
দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে (কপ-২৮) মূল ফোকাস ছিল-
Created: 10 hours ago
A
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
B
জীববৈচিত্র্য
সংরক্ষণ বিষয়ক
C
ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
D
মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ
২০২৩ সালের
৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত
জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP-28 (Conference of the Parties 28)-এর মূল লক্ষ্য ছিল জীবাশ্ম
জ্বালানির (fossil
fuels) ব্যবহার ধীরে
ধীরে বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া। এ সম্মেলনে প্রায় ২০০
দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রথমবারের মতো ‘Global Stocktake’ রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে কার্বন নিঃসরণ কমাতে সদস্য
দেশগুলোর অগ্রগতি মূল্যায়ন করা হয়। মূল আলোচ্য ছিল-তেল, গ্যাস, কয়লা ইত্যাদি জীবাশ্ম জ্বালানির
ব্যবহার হ্রাস করে নেট-জিরো কার্বন নির্গমন লক্ষ্যে পৌঁছানো। COP সম্মেলনগুলো জাতিসংঘের UNFCCC (United Nations Framework
Convention on Climate Change)-এর আওতায় অনুষ্ঠিত হয়। এই সংস্থাটি ১৯৯২ সালে
প্রতিষ্ঠিত, সদর দপ্তর বন (Bonn), জার্মানি।
0
Updated: 10 hours ago
'Green Climate Fund' প্রতিষ্ঠার স্থান কোনটি?
Created: 1 month ago
A
কানকুন, মেক্সিকো
B
কানকুন, মেক্সিকো
C
ইনচন, দক্ষিণ কোরিয়া
D
ভিয়েনা, অস্ট্রিয়া
Green Climate Fund হলো একটি আন্তর্জাতিক জলবায়ু তহবিল, যা মূলত উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে সহায়তা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এটি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমানো, অভিযোজন কার্যক্রম পরিচালনা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ২০১০ সালে
-
প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো
-
সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া
-
COP16: এ সম্মেলনে Green Climate Fund আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়
-
আয়োজক দেশ: মেক্সিকো
মূল আলোচ্য বিষয়
-
গ্লোবাল ওয়ার্মিং
-
কার্বন নিঃসরণ হ্রাস
-
জলবায়ু তহবিল
-
অভিযোজন ও ক্ষতিপূরণ
0
Updated: 1 month ago
উচ্চতা
বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল-
Created: 10 hours ago
A
৫.৫° সেলসিয়াস/কিমি
B
৬.৫° সেলসিয়াস/কিমি
C
৭.৫° সেলসিয়াস/কিমি
D
৮.৫° সেলসিয়াস/কিমি
ট্রপোমণ্ডল
পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যেখানে আবহাওয়া সম্পর্কিত সব
কার্যক্রম ঘটে-যেমন বৃষ্টি, মেঘ, ঝড় ইত্যাদি। এই স্তরে উচ্চতা যত বাড়ে, তাপমাত্রা তত কমে। গড়ে প্রতি
কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা ৬.৫° সেলসিয়াস করে হ্রাস পায়, একে বলে Normal Lapse Rate। উদাহরণ হিসেবে, যদি সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা ৩০°C হয়, তবে ২ কিমি উচ্চতায় তা প্রায় ১৭°C হবে।
0
Updated: 10 hours ago