বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
A
চীন
B
জাপান
C
ডেনমার্ক
D
সুইডেন
উত্তরের বিবরণ
২০২১ সালের ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো বিশ্বকে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (Global Development Initiative -GDI) প্রস্তাব করেন। পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারিতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের বন্ধু-গ্রুপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চীন এই উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে। স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি ইত্যাদিসহ আটটি অগ্রাধিকার খাত নিয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
0
Updated: 11 hours ago
বাসেল কনভেনশন কত সালে গৃহীত হয়?
Created: 2 months ago
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
বাসেল কনভেনশন
সাম্রাজ্যের পতন
বাসেল কনভেনশন
-
পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
-
বিষয়: বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
-
গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯
-
স্থান: বাসেল, সুইজারল্যান্ড
-
কার্যকর হয়: ৫ মে, ১৯৯২
-
সদস্য রাষ্ট্র: ১৯১টি
-
স্বাক্ষরকারী রাষ্ট্র: ৫৩টি
উদ্দেশ্য
-
উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-
বিপজ্জনক বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আন্তঃসীমান্ত চলাচল যতটা সম্ভব হ্রাস করা।
বাংলাদেশ ও বাসেল কনভেনশন
-
বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট
0
Updated: 2 months ago
নিরক্ষীয় তল
থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?নিরনির
Created: 10 hours ago
A
১৮০°
B
৩৬০°
C
৯০°
D
০°
নিরক্ষীয় তল
(Equatorial
plane) পৃথিবীর মাঝ
বরাবর একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। নিরক্ষরেখা
থেকে উত্তর বা দক্ষিণ মেরু পর্যন্ত অক্ষাংশের দূরত্ব ৯০° হয়। অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর
মেরু পর্যন্ত কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ হলো ৯০° উত্তর অক্ষাংশ (90° N)।
0
Updated: 10 hours ago
সাভাক (SAVAK) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 months ago
A
ইসরায়েল
B
ইরান
C
মিশর
D
সৌদি আরব
সাভাক (SAVAK)
-
সাভাক ছিল ইরানের একটি গোয়েন্দা সংস্থা।
-
প্রতিষ্ঠা হয়েছিল মোহাম্মদ রেজা শাহের শাসনামলে।
-
বিলুপ্তি হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর।
অন্য কিছু দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: CIA, DIA, FBI
-
ভারত: RAW, CBI
-
পাকিস্তান: ISI, FIA
-
ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman
উৎস: Britannica
0
Updated: 2 months ago