Who disguises himself as Poor Tom in King Lear?
A
Edgar
B
Edmund
C
Kent
D
Gloucester
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
How is Gloucester punished for his "treason"?
Created: 1 week ago
A
Burned
B
Blinded
C
Branded with a red letter
D
Exiled
Gloucester তার রাজা Lear-কে সাহায্য করেছিল, যা রাজদ্রোহ (treason) হিসেবে গণ্য হয়। এর শাস্তি হিসেবে Cornwall অত্যন্ত নিষ্ঠুরভাবে তার চোখ উপড়ে নেয়। এই ঘটনাটি Shakespeare-এর King Lear নাটকের অন্যতম নির্মম দৃশ্য হিসেবে পরিচিত।
-
Gloucester Lear-কে আশ্রয় ও সাহায্য দিয়েছিল, যা Goneril ও Regan-এর চোখে অপরাধ বলে বিবেচিত হয়।
-
শাস্তিস্বরূপ Cornwall প্রকাশ্যে Gloucester-এর দুই চোখ নির্মমভাবে উপড়ে ফেলে, ফলে সে সম্পূর্ণ অন্ধ হয়ে পড়ে।
-
এই অন্ধত্ব শুধু শারীরিক নয়, বরং প্রতীকীভাবে তার পূর্বের অন্ধ বিশ্বাস ও ভুল বিচারবুদ্ধিরও প্রতিফলন (symbolic blindness)।
অতএব, Gloucester তার “treason”-এর শাস্তি হিসেবে অন্ধ (Blinded) হয়।

0
Updated: 1 week ago
Where is the setting of the play ‘Hamlet’?
Created: 2 months ago
A
England
B
Italy
C
France
D
Denmark

0
Updated: 2 months ago
Who is Macbeth’s wife?
Created: 2 months ago
A
Lady Duncan
B
Lady Macbeth
C
Lady Banquo
D
Lady Macduff
ম্যাকবেথের স্ত্রী হলেন লেডি ম্যাকবেথ।
তিনি উইলিয়াম শেক্সপিয়রের Macbeth নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
লেডি ম্যাকবেথ:
-
খুবই উচ্চাকাঙ্ক্ষী ও ধূর্ত।
-
স্বামীর রাজা হওয়ার বাসনাকে বাস্তব করতে তিনি ম্যাকবেথকে ডানকানকে হত্যার জন্য উস্কে দেন।
-
পরে তার অপরাধবোধ ও মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
অন্য বিকল্পগুলো ভুল:
-
Lady Duncan: এরকম কোনো চরিত্র নেই; রাজা ডানকানের স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি।
-
Lady Banquo: বাস্তব নাটকে এমন চরিত্র নেই।
-
Lady Macduff: ম্যাকডাফের স্ত্রী, যাকে ম্যাকবেথের আদেশে হত্যা করা হয়। তিনি ম্যাকবেথের স্ত্রী নন।
ম্যাকবেথের স্ত্রীর নাম লেডি ম্যাকবেথ, যিনি নাটকের অন্যতম প্রধান চরিত্র।

1
Updated: 2 months ago