"২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে"- এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?টার্গেট ১.১
A
টার্গেট ১.১
B
টার্গেট ১.২
C
টার্গেট ১.৩
D
টার্গেট ১.৪
উত্তরের বিবরণ
২০১৫ সালের ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Sustainable Development Goals (SDG) 2030 গৃহীত হয়। এসডিজি'র মূলমন্ত্র হচ্ছে 'কাউকে পশ্চাতে রেখে নয়' (Leave no one behind) ১৭টি লক্ষ্য, ১৬৯টি বৈশ্বিক লক্ষ্যমাত্রা এবং ২৩২টি সুচক রয়েছে। ১লা জানুয়ারি ২০১৬ সালে SDG কার্যকর হয়।
0
Updated: 11 hours ago
কার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
কনস্তান্তিন চেরনেনকো
B
আলেক্সি কোসিগিন
C
মিখাইল গর্বাচেভ
D
ইউরি আন্দ্রোপভ
তাসখন্দ চুক্তি হলো ১৯৬৬ সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি, যা কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের আপাত অবসান নিশ্চিত করে।
-
চুক্তি সম্পন্ন হয় উজবেকিস্তানের তাসখন্দে, যা তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ।
-
স্বাক্ষরিত হয় তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনের মধ্যস্থতায়, ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রি ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এর মধ্যে।
-
তাসখন্দ সম্মেলনে বিশ্বের প্রধান পরাশক্তিগুলো বিবদমান দুই রাষ্ট্রকে পূর্বের চুক্তিগুলো মেনে চলার জন্য চাপ প্রয়োগ করে।
-
চুক্তির প্রক্রিয়া শুরু হয় ১৯৬৬ সালের ৪ জানুয়ারি এবং চূড়ান্ত রূপ লাভ করে ১০ জানুয়ারি।
-
পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রি তাসখন্দে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যা পরে ষড়যন্ত্রমূলক তত্ত্ব হিসেবে উপমহাদেশে পরিচিতি পায়।
0
Updated: 1 month ago
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (MSC) প্রথম কবে অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৫১ সালে
B
১৯৫৩ সালে
C
১৯৬১ সালে
D
১৯৬৩ সালে
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (Munich Security Conference - MSC) হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন, যা নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আয়োজন করা হয়। এটি সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৬৩ সালে এবং বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সম্মেলন হিসেবে বিবেচিত। সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো আলোচনা করা এবং সমাধান খোঁজা। এটি প্রতি বছর ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা অংশ নেন।
-
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা: এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক
-
প্রথম এক দশক শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটভুক্ত দেশ অংশগ্রহণ করত
-
স্নায়ুযুদ্ধের অবসানের পর, উদ্যোক্তারা সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার জন্য নতুন রূপরেখা তৈরি করেন
-
এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা অংশগ্রহণ করে পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে আলোচনা করছেন
-
২০২৫ সালে অনুষ্ঠিত হবে ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন
উৎস:
0
Updated: 1 month ago
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
Created: 1 month ago
A
সিঙ্গাপুর বন্দর
B
শেনজেন বন্দর
C
পোর্ট অব সাংহাই
D
কিংডাও বন্দর
পোর্ট অব সাংহাই হলো পৃথিবীর বৃহত্তম সমুদ্র বন্দর, যা চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পোর্ট অব সাংহাই সম্পর্কে তথ্য:
-
অবস্থান: ইয়াংজি নদীর মোহনা, চীন
-
আয়তন: ৩৬১৯ বর্গ কিলোমিটার
-
পরিচালনা: সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (SIPG)
-
জেটি দৈর্ঘ্য: ২০ কিলোমিটার, যেখানে ১২৫টি বার্থ রয়েছে
-
মাসিক কার্যক্রম: প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া
-
চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয়
বৈশ্বিক সমুদ্রবন্দর র্যাংকিং:
১. সাংহাই বন্দর
২. সিঙ্গাপুর বন্দর
৩. নিংবো-ঝুশান বন্দর
৪. শেনজেন বন্দর
৫. কিংডাও বন্দর
0
Updated: 1 month ago