কোনটি প্রাদি-সমাসের উদাহরণ?
A
প্রগতি
B
গৃহস্থ
C
ছা-পোষা
D
উপকূল
উত্তরের বিবরণ
‘প্রাদি-সমাস’-এ অব্যয় পদ ও বিশেষ্য পদ মিলিয়ে নতুন অর্থে একটি শব্দ গঠিত হয়। সঠিক উত্তর ‘প্রগতি’, কারণ এটি অব্যয় ও বিশেষ্যের সংযোজনে গঠিত একটি প্রাদি-সমাস।
‘প্র’ একটি অব্যয়, যার অর্থ ‘আগে’ বা ‘অগ্রগামী’, এবং ‘গতি’ মানে চলন বা অগ্রসরতা।
দুইটি শব্দ একত্রে হয়ে হয়েছে ‘প্রগতি’, যার অর্থ ‘অগ্রগতি’ বা ‘উন্নয়ন’।
প্রাদি-সমাসে সাধারণত অব্যয় পদ (যেমন প্র, প্রতি, অনু, উপ, অব, পরি) ও বিশেষ্য পদ যুক্ত হয়ে এক অর্থবোধক নতুন শব্দ তৈরি করে।
অন্য বিকল্পগুলো যেমন ‘গৃহস্থ’, ‘ছা-পোষা’, ‘উপকূল’ যথাক্রমে তৎপুরুষ, দ্বন্দ্ব ও উপপদ সমাসের অন্তর্ভুক্ত।
0
Updated: 11 hours ago
'পরিভ্রমণ' কোন সমাস?
Created: 1 month ago
A
প্রাদি সমাস
B
নিত্য সমাস
C
অব্যয়ীভাব
D
বহুব্রীহি
প্রাদি সমাস হলো সেই সমাস যেখানে প্র, প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সঙ্গে কৃৎ-প্রত্যয়যুক্ত বিশেষ্য যুক্ত হয়।
-
উদাহরণসমূহ:
-
প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন
-
পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ
-
প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি
-
0
Updated: 1 month ago