শুদ্ধ বানান-
A
বিভীষিকা
B
বিভিষিকা
C
বিভীষীকা
D
বিভিষীকা
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় অনেক শব্দ সংস্কৃত বা তৎসম উৎস থেকে এসেছে, যেগুলোর বানান সামান্য ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। “বিভীষিকা” শব্দটিও তেমনই একটি তৎসম শব্দ, যার বানান নিয়ে বিভ্রান্তি দেখা যায়।
বিভীষিকা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ “বিভীষণ” থেকে, যার অর্থ ভয় বা আতঙ্ক।
এটি দ্বারা ভয়াবহ অবস্থা, আতঙ্কজনক পরিস্থিতি বা শঙ্কা বোঝানো হয়।
“বিভিষিকা” বা “বিভীষীকা” ভুল রূপ, কারণ এখানে দীর্ঘ ‘ঈ’ ধ্বনি না থাকলে শব্দের মূল অর্থ বিকৃত হয়।
সঠিক উচ্চারণ অনুযায়ী এর রূপ হওয়া উচিত বি + ভীষণ → বিভীষিকা, যা অর্থগত ও ব্যাকরণগতভাবে যথাযথ।
0
Updated: 11 hours ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
শ্রদ্ধাঞ্ছলী
B
দারিদ্রতা
C
বৈশিষ্ট
D
উপর্যুক্ত
শুদ্ধ বানান- শ্রদ্ধঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি বানানে ই কার হবে। দারিদ্রতা > সঠিক বানান দরিদ্রতা / দারিদ্র্য। অশুদ্ধ বানান: বৈশিষ্ট। শুদ্ধ বানান: বৈশিষ্ট্য।
0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মনোকষ্ট
B
মনঃকষ্ট
C
মণকষ্ট
D
মনকস্ট
শুদ্ধ বানান: মনঃকষ্ট
পদপ্রকৃতি: বিশেষ্য (সংস্কৃত শব্দ)
গঠন: মনস্ + √কষ্ + ত → মনঃকষ্ট
অর্থ: মনের দুঃখ বা কষ্ট; মানসিক বেদনা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
অর্নব
B
শত্রূ
C
যামিনি
D
ঈপ্সিত
• শুদ্ধ বানান হলো — ঘ) ঈপ্সিত।
অন্য অপশনের শুদ্ধ রূপ:
-
অর্নব → অর্ণব
-
শত্রূ → শত্রু
-
যামিনি → যামিনী
-
অগ্রগামি → অগ্রগামী
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago