প্রান্তিক বিরামচিহ্ন কোনটি?
A
ড্যাশ
B
প্রশ্নচিহ্ন
C
কোলন
D
সেমিকোলন
উত্তরের বিবরণ
বাক্যের সম্পূর্ণ ভাব প্রকাশের পর যা দিয়ে বাক্য শেষ করা হয়, তাকে প্রান্তিক বিরামচিহ্ন বলা হয়। এটি বাক্যের সমাপ্তি নির্দেশ করে এবং পাঠকের মনে স্পষ্ট ধারণা তৈরি করে।
প্রান্তিক বিরামচিহ্নের মধ্যে রয়েছে:
দাঁড়ি (।) – এটি সাধারণ বাক্যের শেষে ব্যবহৃত হয়।
প্রশ্নচিহ্ন (?) – প্রশ্নসূচক বাক্যের শেষে ব্যবহৃত হয়, যেমন: তুমি কোথায় যাবে?
বিস্ময়সূচক চিহ্ন (!) – আশ্চর্য, আনন্দ বা দুঃখ প্রকাশে ব্যবহৃত হয়।
এছাড়া ড্যাশ, কোলন ও সেমিকোলন প্রান্তিক নয়; এগুলো মধ্য বিরামচিহ্ন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ বাক্যের ভেতরের বিরতি বোঝায়।
0
Updated: 11 hours ago
বাক্যে দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থাকতে হয়?
Created: 2 months ago
A
এক সেকেন্ড বিপরীত প্রয়োজন
B
এক যে সময় লাগে
C
এক বলার দ্বিগুণ সময়
D
দুই সেকেন্ড
বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা - চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপতি হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময় চিহ্ন (!) কোলন (:) কোলন ড্যাস (: -) ও ড্যাস (-) থাকলে এক সেকেন্ড থামতে হয়।
0
Updated: 2 months ago
বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কতটি?
Created: 1 month ago
A
৯টি
B
১০টি
C
১১টি
D
১২টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি (এটাই গ্রহণযোগ্য)। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।
0
Updated: 1 month ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
Created: 1 month ago
A
ড্যাস
B
কোলন
C
কমা
D
বিস্ময় চিহ্ন
যতিচিহ্ন হলো সেই সাংকেতিক চিহ্ন যা বাক্যের অর্থ স্পষ্ট করতে বাক্যের মধ্যে বা শেষে ব্যবহৃত হয়। এটিকে ছেদ চিহ্ন বা বিরামচিহ্ন নামেও ডাকা হয়।
বাক্যে অবস্থান অনুযায়ী যতিচিহ্নকে দুটি ভাগে বিভক্ত করা যায়—
প্রান্তিক বিরামচিহ্ন:
-
দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি।
বাক্যান্তর্গত বিরামচিহ্ন:
-
কমা, সেমিকোলন, ড্যাস, হাইফেন ইত্যাদি।
0
Updated: 1 month ago