What is the size of the people in Lilliput?
A
Six inches tall
B
Twelve feet tall
C
Normal size
D
Giant size
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What quality of the Yahoos shocked Gulliver most?
Created: 1 month ago
A
Their greed for shiny stones
B
Their habit of eating flesh
C
Their worship of animals
D
Their skill in climbing trees
ইয়াহুরা চকচকে পাথরের প্রতি অদ্ভুত আসক্তি দেখাত। তারা এসবের জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। গালিভারের কাছে এটি মানুষের অর্থলোভ ও বস্তুপ্রীতির প্রতীক মনে হয়। সুইফট এখানে মানবজাতির লোভী চরিত্রকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
What shape was the island of Laputa described as?
Created: 1 month ago
A
Round and flat like a circular plate
B
Square with sharp edges
C
Triangular with three peaks
D
Oval like an egg
সুইফট লাপুটাকে গোল ও চ্যাপ্টা প্লেটের মতো বর্ণনা করেছেন। এর ব্যাস ছিল প্রায় চার মাইল। এই অদ্ভুত আকার এবং ভাসমান বৈশিষ্ট্য পাঠকের কাছে এক রূপকথার মতো মনে হয়, কিন্তু আসলে এটি ছিল ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 month ago
How did the Queen of Brobdingnag treat Gulliver?
Created: 1 month ago
A
With kindness and care
B
As a prisoner
C
As a scientific object
D
With neglect and cruelty
কৃষক গালিভারকে রাজার প্রাসাদে বিক্রি করে দিলে রানি তাকে স্নেহ করেন। তিনি গালিভারের থাকার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করান এবং তার খাবার, নিরাপত্তা সবকিছু দেখাশোনা করেন। এতে গালিভার অনেক স্বস্তি পায়।

0
Updated: 1 month ago